Sarfaraz Khan

Pakistan Cricket controversy: ‘ভুল দোকানে এসেছ’, সরফরাজকে জবাব দিলেন সলমন বাট

পাকিস্তান সুপার লিগে ছন্দে নেই সরফরাজ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে খেলায় মন দিতে বলেন সলমন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫১
Share:

—ফাইল চিত্র

সলমন বাটকে ‘জুয়াড়ি’ বলার জবাব পেলেন সরফরাজ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে তাঁকে বার বার সরফরাজ নিয়ে বলার দাবি জানানো হলে পাকিস্তানের প্রাক্তন ব্যাটার বলে দেন, “এটা ভুল দোকান।”

পাকিস্তান সুপার লিগে ছন্দে নেই সরফরাজ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে খেলায় মন দিতে বলেন সলমন। উত্তরে সরফরাজ টুইট করে লিখেছিলেন, ‘মাঠে নেমে পাকিস্তানকে বেচে দেয় যে জুয়াড়ি, সে যদি দায়বদ্ধতা নিয়ে ভাষণ দেয় তা হলে ঈশ্বরই আমাদের বাঁচাতে পারবেন।’ এই নিয়ে বাটের কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত উত্তর দেন তিনি। বলেন, “তুমি ভুল দোকানে এসেছ। যা চাইছ তা এখানে পাবে না। এখানে অনেক দোকান আছে, যেখানে লোকেরা বাসের কন্ডাক্টরের মতো চিৎকার করতে থাকে। তুমি সেখানে যেতে পারো।”

Advertisement

২০১০ সালে লর্ডস টেস্টে মহম্মদ আমির, মহম্মদ আসিফদের সঙ্গে ম্যাচ গড়াপেটায় নাম জড়ায় সলমন বাটেরও। এর পর আমির ২০১৬ সালে ফের পাকিস্তানের হয়ে খেলতে নামলেও বাকি দু’জন আর ফিরতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement