India vs England

চোটের ধাক্কা ইংরেজ শিবিরেও, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে পারেন স্পিনার

দ্বিতীয় টেস্ট শুরুর আগে এমনিতেই চোটে বিধ্বস্ত ভারত। কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজা চোটের কারণে খেলবেন না। ইংল্যান্ড শিবিরেও এ বার চোটের ধাক্কা। কে চোট পেলেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:১৫
Share:

ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি: পিটিআই।

দ্বিতীয় টেস্ট শুরুর আগে এমনিতেই চোটে বিধ্বস্ত ভারত। কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজা চোটের কারণে খেলবেন না। ইংল্যান্ড শিবিরেও এ বার চোটের ধাক্কা। বিশাখাপত্তনম টেস্টে না-ও পাওয়া যেতে পারে জ্যাক লিচকে। বুধবার দলের অনুশীলনে দেখা গেল না ইংরেজ স্পিনারকে। ওপেনার জাক ক্রলি জানালেন, লিচ খেলবেন কি না সেটা এখনও পরিষ্কার নয় তাঁদের কাছে।

Advertisement

বুধবার সাংবাদিক বৈঠকে এসে ক্রলি বলেছেন, “লিচ খুব শক্তিশালী ছেলে। তাই আমি এখনও নিশ্চিত নই। জ্যাককে নিয়ে আসলে আমরা কেউই সঠিক কিছু বলতে পারি না। ওকে দুম করে বাদ দেওয়াও যাবে না। দেখা যাক পরের দু’দিনে ওর অবস্থা কী রকম থাকে।”

হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে লাগে লিচের। সেই ব্যথা নিয়েই তিনি পুরো টেস্টে খেলেছেন। প্রথম ইনিংসে ২৬ ওভার এবং দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বল করেছেন। হাঁটু বেশ ভুলে গিয়েছিল। বুধবারের অনুশীলনে তাঁকে খোঁড়াতে দেখা গিয়েছে।

Advertisement

লিচ না থাকলে অফ স্পিনার শোয়েব বশিরের অভিষেক হতে পারেন। ভিসা সমস্যায় তিনি হায়দরাবাদে ছিলেন। এ বার টেস্ট অভিষেকের মুখে। ক্রলি জানালেন, বশির সুযোগ পেলে দারুণ বল করবেন। ইংরেজ ওপেনারের কথায়, “বশির দারুণ ছেলে। ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে। বল হাতে কী করতে পারে সেটা ও ভালই জানে। আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস, সিরিজ়ে সুযোগ পেলে দারুণ বোলিং করতে পারে ও।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement