India vs England

প্রথম সেশনে জোর লড়াই, ভারতীয় স্পিনারদের দাপট শুরু, চাপ সামলে ইংল্যান্ডের স্কোর ১০৮/৩

শুরুতে দ্রুত রান তুলছিলেন ইংল্যান্ডের ওপেনারেরা। কিন্তু স্পিনারেরা বল করতে আসাতেই পাল্টে যায় ছবিটা। চাপ বাড়ে ইংল্যান্ডের। যদিও রুট এবং বেয়ারস্টো চাপ কাটানোর চেষ্টা করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ১১:৩৮
Share:

উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস রবিচন্দ্রন অশ্বিনের। সঙ্গী উইকেটরক্ষক শ্রীকর ভরত। ছবি: রয়টার্স।

ভারতের মাটিতে স্পিনের দাপট শুরু হতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং নিয়ে আগ্রাসী ভাবেই শুরু করেছিলেন দুই ইংরেজ ওপেনার। ১১ ওভারে ৫২ রান তুলে নিয়েছিলেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। কিন্তু স্পিনারেরা আসতেই খেলা বদলে যায় প্রথম সেশনের শেষে ইংল্যান্ড ১০৮/৩।

Advertisement

হায়দরাবাদে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ড যে আগ্রাসী ক্রিকেট খেলবে তা আগেই জানিয়েছিলেন স্টোকসেরা। সেই ভাবেই শুরু করেছিলেন দুই ওপেনার। প্রতি ওভারে প্রায় ৫ রান করে নিচ্ছিলেন তাঁরা। মহম্মদ সিরাজ ৪ ওভারে একাই ২৮ রান দেন। যশপ্রীত বুমরা ৪ ওভারে দেন ১২ রান। তাঁরা কোনও উইকেট পাননি। সবে ইংল্যান্ডের দুই ওপেনার ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় ভারতের স্পিনারদের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। খেলা বদলে যায় তখনই।

ইংল্যান্ডের প্রথম উইকেটটি নেন অশ্বিন। তাঁর স্পিন বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে যান ডাকেট (৩৫)। বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিন নম্বরে নামা অলি পোপও (১)। জাডেজার বলে রোহিতের হাতে ক্যাচ দেন ইংরেজ ব্যাটার। পরের ওভারেই অশ্বিন তুলে নেন অন্য ওপেনার ক্রলিকে (২০)। ৫৫ রানে কোনও উইকেট না হারানো ইংল্যান্ড হঠাৎ ৬০ রানে ৩ উইকেট হয়ে যায়।

Advertisement

অশ্বিন এবং জাডেজার স্পিন বুঝতে সমস্যা হচ্ছিল ইংরেজ ব্যাটারদের। জো রুট দ্বিতীয় বলেই আউট হচ্ছিলেন। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। রুট এবং জনি বেয়ারস্টো মিলে ৪৮ রানের জুটি গড়েছেন। তাঁরাই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ইংল্যান্ডকে টেনে বার করার চেষ্টা করছেন। দ্বিতীয় সেশনে ভারত চাইবে দ্রুত উইকেট তুলে ইংল্যান্ডের চাপ বৃদ্ধি করতে। যা সামলাতে হবে রুটদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement