Jason Roy

Jason Roy: আইপিএলের ছবি আন্তর্জাতিক ক্রিকেটেও, ভাইয়ের বলে আউট দাদা!

ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে বোল্ড করেন নেদারল্যান্ডসের শেন স্নেটার। এই শেন হলেন জেসনের তুতো ভাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৮:৪৬
Share:

ভাইয়ের বলে বোল্ড হয়ে গেলেন দাদা প্রতীকী চিত্র

এ বারের আইপিএলেই দেখা গিয়েছিল সেই ছবি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা ক্রুণাল পাণ্ড্যর বলে আউট হয়েছিলেন তাঁর ভাই তথা গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। সেই একই ছবি এ বার দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটে। নেদারল্যান্ডসের হয়ে খেলা ভাইয়ের বলে আউট হয়ে গেলেন ইংল্যান্ডের হয়ে খেলা দাদা।

Advertisement

নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জেসন রয়। ডান হাতি ব্যাটারকে ম্যাচের দ্বিতীয় ওভারে বোল্ড করেন শেন স্নেটার। শেনের বল উইকেটে পড়ে ভিতরের দিকে ঢুকে আসে। জেসন বুঝতে না পেরে ভুল লাইনে খেলে বোল্ড হয়ে যান। নেদারল্যান্ডসের হয়ে খেলা শেন আসলে জেসনের তুতো ভাই। মাত্র এক রান করে ভাইয়ের বলে আউট হয়ে সাজঘরে ফেরার সময় স্মিত হাসি ছিল জেসনের মুখে। শেনের বলে এ ভাবে আউট হয়ে যাবেন সেটা হয়তো কল্পনা করেননি তিনি।

ক্রুণালের বলে যখন হার্দিক আউট হয়েছিলেন তখন দর্শকাসনে বসে থাকা হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচের দিকে তাক করেছিল ক্যামেরা। দেখা গিয়েছিল, দুঃখ করবেন না উল্লসিত হবেন বুঝতে না পেরে অবাক হয়ে মাঠের দিকে তাকিয়ে ছিলেন নাতাশা। ম্যাচ শেষে হার্দিকও মজার ছলে বলেছিলেন, ‘‘দাদার বলে আউট হয়েছি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতেছি। তাই হিসাব বরাবর হয়ে গেল। পরিবারে এই নিয়ে কোনও অশান্তি হবে না।’’ ভাইয়ের বলে জেসন আউট হওয়ার পরে তাঁদের পরিবারে কোনও প্রভাব পড়েছে কি না তা অবশ্য জানা যায়নি।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement