দলের ব্যাটিং দেখে হতাশ শাকিব ফাইল চিত্র
মাত্র ১০৩ রানে অলআউট হয়ে গিয়েছে গোটা দল। ছ’জন ব্যাটার শূন্য করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের খেলা দেখে ক্ষুব্ধ দলের অধিনায়ক শাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে নিজেদের দক্ষতায় রানে ফিরতে হবে ব্যাটারদের। কারণ ভাল ব্যাট করার ফরমুলা কাউকে চামচে করে খাইয়ে দেওয়া যায় না।
দলের ১০৩ রানের মধ্যে শাকিব একাই করেছেন ৫১। বাকি ১০জন মিলে করেছেন মাত্র ৫২ রান। এই ব্যাটিং ব্যর্থতার কোনও জবাব শাকিবের কাছে নেই। দিনের খেলা শেষে তিনি বলেন, ‘‘আমার কাছে এর কোনও ব্যাখ্যা নেই। এর কোনও ব্যাখ্যা থাকতে পারে না। কোচ ও অধিনায়কের কাজ খুব সহজ। কেউ খারাপ খেললে তাকে দল থেকে বাদ দিয়ে দাও। তাই ব্যাটারদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে। কী ভাবে রানে ফিরবে সেটা তাদের ভাবতে হবে। আমি কাউকে চামচে করে খাইয়ে দিতে পারব না।’’
ক্ষুব্ধ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা ভাল রান করবেন বলে আশাবাদী শাকিব। তিনি বলেন, ‘‘প্রথম ইনিংসে দলের ব্যাটাররা ব্যর্থ। আশা করছি দ্বিতীয় ইনিংসে ওরা রানে ফিরবে। এটাই ওদের কাছে বড় চ্যালেঞ্জ।’’
মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যাওয়ার পরে দলের বোলাররা যে ভাবে বল করেছেন তার প্রশংসা করেছেন শাকিব। তিনি বলেন, ‘‘মুস্তাফিজুর দারুণ বল করেছে। খালেদ ও ইবাদতও খুব ভাল সঙ্গ দিয়েছে। ওদের ভাগ্য খারাপ যে আরও কয়েকটা উইকেট পায়নি। আরও দু’টো উইকেট পড়লে আমরা ভাল জায়গায় থাকতাম।’’
অ্যান্টিগাতে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান দু’উইকেটে ৯৫। এখনও আট রান পিছিয়ে তারা। দ্বিতীয় দিন বিপক্ষকে আরও ১০০ রানের মধ্যে অলআউট করতে পারলে খেলা সমান সমান হয়ে যাবে বলে মনে করছেন শাকিব। দলের বোলারদের উপরেই ভরসা করছেন তিনি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।