জস বাটলার। —ফাইল চিত্র।
পুরো পাকিস্তান সিরিজ়ে খেলছেন না জস বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য আইপিএল ছেড়েছিলেন বাটলার। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতেও খেলবেন না তিনি। কেন খেলছেন না ইংল্যান্ডের অধিনায়ক?
বাটলারের স্ত্রী তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। সেই জন্য তৃতীয় ম্যাচে খেলবেন না তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্ত্রী ও দুই সন্তান-সহ বাটলারের একটি ছবি দিয়ে লিখেছে, “বাটলারের স্ত্রী লুইসি তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছে। সেই সময় পরিবারের সঙ্গে থাকতে চায় বাটলার। সেই কারণে, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ও খেলবে না। গোটা পরিবারকে আমাদের শুভেচ্ছা।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ় খেলছে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচ ২৮ মে। সেই ম্যাচেই খেলবেন না বাটলার। তিনি না থাকায় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মইন আলি।
পাকিস্তান সিরিজ়ের জন্য প্লে-অফের আগেই দেশে ফেরেন বাটলার। তিনি না থাকায় সমস্যায় পড়ে রাজস্থান রয়্যালস। কোনও রকমে প্লে-অফে উঠলেও ফাইনালে উঠতে পারেনি রাজস্থান। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতেছে ইংল্যান্ড। সেই ম্যাচে ৫১ বলে ৮৪ রান করে ম্যাচের সেরা হয়েছেন বাটলার। কিন্তু তৃতীয় ম্যাচে তাঁকে পাবে না ইংল্যান্ড।