Eoin Morgan

Eoin Morgan: কবে অবসর নেবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক? জানিয়ে দিলেন কোচ

ব্যাট হাতে ভাল ছন্দে নেই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান। তার জেরে মর্গ্যানের অবসরের জল্পনা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৭:২২
Share:

মর্গ্যানের অবসর নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের কোচ ফাইল চিত্র

আর কত দিন ইংল্যান্ডের হয়ে খেলবেন অইন মর্গ্যান? কবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক? এই প্রশ্নের জবাব দিলেন দলের সাদা বলের কোচ ম্যাথু মট। তাঁর মতে, যে দিন মর্গ্যান মনে করবেন যে দলে সুযোগ পাওয়ার যোগ্যতা তাঁর নেই, সে দিনই ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

Advertisement

ইংল্যান্ডের হয়ে শেষ ২৪টি ম্যাচে মাত্র একটি অর্ধশতরান করেছেন মর্গ্যান। ব্যাট হাতে খারাপ ফর্মের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের জল্পনা বেড়েছে। সেই জল্পনায় আমল দিতে নারাজ মট। তিনি বলেন, ‘‘মর্গ্যান সব সময় চায় ব্যাটার হিসাবে ভাল খেলে জাতীয় দলে সুযোগ পেতে। তাই যে দিন ও দেখবে দলে সুযোগ পাওয়ার যোগ্য নয়, সে দিন সরে যাবে। তবে সেই দিন আসতে এখনও অনেক দেরি আছে।’’

২০১৯ সালে ইংল্যান্ডকে এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন মর্গ্যান। চলতি বছর অক্টোবরে টি২০ বিশ্বকাপ। সেখানেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। বিশ্বকাপের আগেই মর্গ্যান ছন্দে ফিরবেন বলে আশাবাদী মট। তিনি বলেন, ‘‘ভাল ক্রিকেটাররা খুব বেশি দিন খারাপ ফর্মে থাকে না। ঠিক কোনও না কোনও উপায়ে ছন্দে ফেরে। আমি নিশ্চিত বিশ্বকাপের আগে মর্গ্যানও ছন্দে ফিরবে।’’

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ইংল্যান্ড। এর পরে ১ জুলাই থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন বেন স্টোকসরা। সাদা বলের ক্রিকেট না থাকায় মর্গ্যান টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন মট। তিনি বলেন, ‘‘নেটে কঠোর অনুশীলন করছে মর্গ্যান। ওকে দেখে ভাল লাগছে। এক জন অধিনায়ক হিসাবে দলে সবাই ওকে পছন্দ করে। আগামী দিনে ইংল্যান্ডকে আরও অনেক সাফল্য এনে দেবে মর্গ্যান।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement