WPL 2024

এক ছক্কায় ভাঙল গাড়ির কাচ! কী হল মহিলাদের প্রিমিয়ার লিগে?

আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার পেরি। দ্রুত দলের রান তোলার চেষ্টা করছিলেন। তা করতে গিয়েই ভেঙে ফেললেন মাঠের ধারে রাখা গাড়ির জানালার কাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ২২:৩৩
Share:

জানালার কাচ ভেঙে যাওয়া সেই গাড়ি। ছবি: বিসিসিআই।

মহিলাদের প্রিমিয়ার লিগে সোমবার ঘটল নজির বিহীন ঘটনা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার এলিস পেরির একটি ছক্কা গিয়ে লাগল বাউন্ডারির লাইনের পাশে রাখা বিজ্ঞাপনের গাড়িতে। বলের আঘাতে ভাঙে গেল গাড়িটির কাচ।

Advertisement

ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে বেঙ্গালুরুর হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। ৩৭ বলে ৫৮ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন তিনি। ৪টি চারের পাশাপাশি ৪টি ছক্কা মেরেছেন তিনি। তারই একটি গিয়ে লাগে মাঠের বাইরে রাখা গাড়িটিতে। ভেঙে যায় জানালার কাচ। ঘটনার আকস্মিকতায় পেরি নিজেও খানিকটা চমকে যান।

ঘটনাটি বেঙ্গালুরুর ইনিংসের ১৯তম ওভারে। বোলার ছিলেন ওয়ারিয়র্সের দীপ্তি শর্মা। ৩৩ বছরের ব্যাটার তাঁর বল লং অনে তুলে মারেন। ৮০ মিটার দূরে রাখা গাড়িটির জানালায় সরাসরি গিয়ে লাগে বলটি। কাচ ভাঙতেই মাথায় হাত দেন পেরি। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

মহিলাদের আইপিএলে সোমবার পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে স্মৃতি মন্ধানার বেঙ্গালুরু। প্রথম চারটি ম্যাচের দু’টিতে জয় পেয়েছেন তাঁরা। হেরেছেন দু’টি ম্যাচ। সোমবারের ম্যাচের আগে পর্যন্ত পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে বেঙ্গালুরু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement