ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র
ভারতে আয়োজিত এক দিনের ক্রিকেট বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। তার মধ্যে একটি খেলা নক আউট পর্বে। বাকি চারটি ম্যাচ হবে গ্রুপ পর্বে।
বিশ্বকাপে ইডেনে ম্যাচ—
ইডেনে ভারতের ম্যাচের সূচি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
অর্থাৎ, বাংলাদেশের দু’টি ম্যাচ রয়েছে ইডেনে। পাকিস্তানের একটি ম্যাচ। ইডেনে ভারতের খেলা কার বিরুদ্ধে হবে তা নিয়ে অনেক জল্পনা ছিল। উঠে এসেছিল পাকিস্তান ও আফগানিস্তানের নাম। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে খেলতে নামবেন রোহিত শর্মারা।
বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের মধ্যে একটি হবে ইডেনে। বিশ্বকাপ দুর্গাপুজোর আগে শুরু হলেও ইডেনে প্রথম খেলা দুর্গাপুজোর পরে। অর্থাৎ, পুজোর আনন্দের পরেই বিশ্বকাপের আনন্দে মেতে উঠবেন কলকাতাবাসী।