ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ নয়, হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব কিছু ঠিকঠাক থাকলে এই তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সরকারি ঘোষণা দু’-এক দিনের মধ্যেই করা হবে।
তবে শেষ পর্যন্ত সব কিছুই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড, সিএবি বা রাজ্য সরকারের কোনও হাত নেই। আপাতত এই তিনটি দিন ধরেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএবি।
দর্শক প্রবেশের অনুমতি থাকবে কি না, সেটিও নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর। এর আগে ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল গত বছর ২১ নভেম্বর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই টি-টোয়েন্টি ম্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি ছিল। এ বার সিএবি আশাবাদী, অন্তত কিছু শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকবে। তবে যে ভাবে রাজ্য সরকার মোটামুটি ১৫ দিন অন্তর নতুন কোভিডবিধি আনছে, তাতে কত শতাংশ দর্শক প্রবেশের অনুমতি শেষ পর্যন্ত পাওয়া যাবে, তা নিশ্চিত নয়। আদৌ দর্শক প্রবেশের অনুমতি থাকবে কি না, সেটিও অনিশ্চিত।