রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বাবর আজম। ছবি: পিটিআই।
মোবাইলে খেলা দেখায় তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। শনিবার বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে মোবাইলে একই সময়ে দেখেছেন ৩.৫ কোটি দর্শক। এটি সর্বকালীন রেকর্ড। ডিজ়নি প্লাস হটস্টার ভেঙে দিল জিয়ো সিনেমা রেকর্ড। এর আগে গত আইপিএলের ফাইনাল জিয়ো সিনেমায় দেখেছিলেন ৩.২ কোটি দর্শক।
গত শনিবারে ভারত-পাকিস্তান ম্যাচের শেষের দিকে একটি সময়ে দেখা যায়, মোবাইলে একসঙ্গে ৩.৫ কোটি দর্শক খেলা দেখছেন। ভারত যত জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তত দর্শকের সংখ্যা বাড়ছিল। এক সময় জিয়ো সিনেমার রেকর্ড ভেঙে যায়। আইপিএলের ফাইনালের থেকেও তিরিশ লক্ষ বেশি দর্শক ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন। ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মে এর আগে একসঙ্গে এত দর্শক কোনও কনটেন্ট দেখেননি। সেই হিসাবে এটি বিশ্বরেকর্ডই।
আইপিএলের স্বত্ব ভায়াকম ১৮ কিনে নেওয়ার পর বিরাট বিপদে পড়েছিল ডিজ়নি ইন্ডিয়া সংস্থা। তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা নেমে গিয়েছে ৪ কোটিতে। বিশ্বকাপের সৌজন্যে সেই সংখ্যা কিছুটা বেড়েছে। তা-ও বিশ্বকাপ মোবাইলে ফ্রি-তে দেখা যাচ্ছে। আইপিএলের সময় একই কাজ করেছিল জিয়ো সিনেমাও।
তবে ডিজ়নির সঙ্গে স্টারের বিচ্ছেদ আসন্ন। পরের মাসেই ডিজ়নি ইন্ডিয়ার একাধিক পদস্থ কর্তা আমেরিকায় ডিজ়নির সদর দফতরে যাচ্ছেন বিক্রির ব্যাপারটি চূড়ান্ত করতে। বিশ্বকাপের এই সাফল্য তাদের বাজারদর আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।