সৌরভ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।
আইপিএলে নামার আগে ধাক্কা খেয়েই চলেছে দিল্লি ক্যাপিটালস। ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক আগেই নাম তুলে নিয়েছিলেন। এ বার জোরে বোলার লুনগি এনগিডিকেও পাওয়া যাবে না। চোটের কারণে খেলবেন না দক্ষিণ আফ্রিকার বোলার। বদলিও পেয়ে গিয়েছে দিল্লি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেক ফ্রেজ়ার-ম্যাকগুর্ককে নিয়েছে তারা। ৫০ লাখ টাকার বেস প্রাইসে দলে যোগ দিয়েছেন তিনি। দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।
শুক্রবার আইপিএলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই মরসুমে চোটের কারণে এনগিডি খেলতে পারবেন না। বদলে জেক দলে যোগ দেবেন। আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ২৫টি উইকেট নিয়েছেন এনগিডি। অতীতে তিনি চেন্নাইয়ের হয়েও খেলেছেন। অন্য দিকে, অস্ট্রেলিয়ার হয়ে দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন জেক। একই ধাঁচের বোলার বলে তাঁকে দলে নেওয়া হয়েছে।
গত বারের খারাপ পারফরম্যান্স থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দিল্লি। গত বার ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে শেষ করেছিল তারা। পাঁচটি জিতলেও ন’টি ম্যাচে হেরেছিল। এ বার অবশ্য তারা আত্মবিশ্বাসী। ঋষভ পন্থকে কিছু দিন আগেই ফিট ঘোষণা করেছে বোর্ড। তিনিই দলের অধিনায়ক হিসাবে খেলবেন। কিন্তু যে ভাবে দলের একের পর এক তারকা ক্রিকেটারকে হারাচ্ছে দিল্লি, তাতে আইপিএলে কত দূর এগোতে পারবে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।