T20 World Cup 2021

T20 World Cup 2021: বিশ্বকাপের সেরা ওয়ার্নারের হয়ে মাঠের বাইরে ব্যাট ধরলেন স্ত্রী ক্যান্ডিস

বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচে ওয়ার্নারের ব্যাটে বড় রান ছিল না। কিন্তু টুর্নামেন্ট যত এগোতে থাকে তত নিজের আসল রুপে ফেরেন বাঁ হাতি ওপেনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ১৪:২৩
Share:

স্ত্রীর সঙ্গে ওয়ার্নার ফাইল চিত্র।

আইপিএল-এ তাঁর ফর্ম নিয়ে দেদার সমালোচনা হয়েছিল। এমনকি সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম একাদশ থেকে বাদ দিয়ে দেয় অধিনায়ক হিসাবে দলকে ট্রফি এনে দেওয়া ডেভিড ওয়ার্নারকে। তিনিও জানিয়ে দেন, সামনের মরসুমে আর হায়দরাবাদের হয়ে খেলবেন না। অথচ সেই ওয়ার্নারই হয়ে গেলেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে বড় রান এল তাঁর ব্যাটে। আর সেই কারণে ম্যাচ শেষে সমালোচকদের কড়া জবাব দিলেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।

Advertisement

ফাইনালের পরে টুইটারে ওয়ার্নারের একটি ছবি প্রকাশ করেন ক্যান্ডিস। ক্যাপশনে তিনি লেখেন, ‘ফর্মের বাইরে, বুড়ো ও শ্লথ! তোমাকে শুভেচ্ছা।’

বিশ্বকাপের আগে আইপিএল-এ আট ম্যাচে ১৯৫ রান করেছিলেন ওয়ার্নার। গত সাত বছরে এই প্রথম বার কোনও মরসুমে তিনি ৫০০-র কম রান করেন। আইপিএল-এ ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর আস্থা দেখাতে না পারলেও বিশ্বকাপের আগে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়ে দেন, তাঁর দলে ওয়ার্নারই হবেন ওপেনার।

Advertisement

বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচেও ওয়ার্নারের ব্যাটে বড় রান ছিল না। কিন্তু টুর্নামেন্ট যত এগোতে থাকে তত নিজের আসল রুপে ফেরেন এই বাঁ হাতি ওপেনার। নকআউটে জ্বলে ওঠে তাঁর ব্যাট। বিশ্বকাপে সাত ম্যাচে ২৮৯ রান করে টুর্নামেন্টের সেরা হন তিনি। ধারাভাষ্যকাররাও তাঁর প্রত্যাবর্তনের প্রশংসা করেন। এ বার স্বামীর হয়ে ব্যাট ধরলেন ক্যান্ডিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement