ICC ODI World Cup 2023

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে বিরক্ত অস্ট্রেলিয়ার ওয়ার্নার, কেন?

রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ। তার আগেই রেগে গেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। কী কারণে রেগে গেলেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ ১৮:৪৩
Share:

ডেভিড ওয়ার্নার। ছবি: পিটিআই।

রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ। তার আগেই রেগে গেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। অনেক দিন ধরেই তাঁকে অবসর নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। ধৈর্য ধরতে না পেরে এ বার মেজাজ হারালেন তিনি। সোজাসুজি বললেন, এই প্রশ্ন শুনতে বিরক্ত লাগছে তাঁর।

Advertisement

চলতি বছরের শুরুর দিকে ওয়ার্নার জানিয়েছিলেন, পরের বছরই টেস্ট থেকে অবসর নেবেন। কিন্তু সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন এ কথা কখনও বলেননি। তবু অবসর নিয়ে প্রশ্ন উঠছে। ওয়ার্নার এ দিন বলেছেন, “মনে হচ্ছে আমার কেরিয়ার শেষ না হওয়া পর্যন্ত আপনাদের তর সইছে না। তা হলে অন্য কারও নাম বেছে নিয়ে আপনারা তার পিছনে ছুটতে পারবেন।”

ওয়ার্নারের সংযোজন, “আমি এই কারণেই সবার আগে দলের কথা বলি। শুধু আমার কথা নয়, দল কী করছে সেটা দেখাও দরকার। আমি চাই মাঠে নেমে নিজের সেরাটা দিতে, যাতে দল আমার থেকে লাভবান হয়। দলের স্বার্থ দেখাই আমার আসল কাজ।”

Advertisement

ওয়ার্নার স্পষ্ট করে দিয়েছেন, ভাল খেলতে না পারলে জোর করে জায়গা ধরে রাখতে চান না। এই কারণেই আগে থাকতে টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। অসি ওপেনারের কথায়, “অবসরের দিন আগে ঘোষণা করে দিয়ে বোঝাতে চেয়েছি, আমার দেওয়ার বাকি আর কিছু নেই। টেস্ট থেকে অবসর নিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই। তার পরে ধারাভাষ্যের কাজে যোগ দিতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement