David Warner

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নারের অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলছেন। বিগ ব্যাশ লিগে তাঁকে অধিনায়ক করল সিডনি থান্ডার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৭:১৬
Share:

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

ডেভিড ওয়ার্নার ফিরলেন অধিনায়ক হিসাবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলছেন। বিগ ব্যাশ লিগে তাঁকে অধিনায়ক করল সিডনি থান্ডার।

Advertisement

এত দিন অধিনায়ক হওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল ওয়ার্নারের। সদ্য সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তার পরেই ওয়ার্নারকে অধিনায়ক করল সিডনি। বুধবার ঘোষণা করল তারা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অস্ট্রেলিয়ার তৎকালীন সহ-অধিনায়ক ওয়ার্নার বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে গিয়েছিলেন। তার পরেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ওয়ার্নারের অধিনায়ক হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। তা কিছু দিন আগে তুলে নিয়েছে তারা।

অধিনায়ক হিসাবে ফেরার পর ওয়ার্নার বলেন, “সিডনির অধিনায়ক হয়ে ভাল লাগছে। এটা আমার কাছে বিরাট ব্যাপার। শুরু থেকে আমি এই দলে খেলি। সেই দলের অধিনায়ক হিসাবে ফিরতে পেরে ভাল লাগছে। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চাই। নিজের অভিজ্ঞতা ভাগ করে নেব তরুণদের সঙ্গে।”

Advertisement

এর আগে সিডনির অধিনায়ক ছিলেন ক্রিস গ্রিন। তাঁর সম্পর্কে ওয়ার্নার বলেন, “গ্রিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ও দুর্দান্ত প্রতিভা। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও খুব ভাল। চোট পাওয়ার আগে জেসন সঙ্গাও নেতৃত্ব দিয়েছে দলকে। ওদের দু’জনের থেকেই আমি প্রচুর কিছু জেনেছি। আগামী দিনে এই ক্রিকেটারদের উপর আমি ভরসা রাখতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement