ইংরেজ বোলার জেমস অ্যান্ডারসন। — ফাইল চিত্র।
শেষ বার কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৪ সালে। টেস্ট এবং এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই জেমস অ্যান্ডারসন এ বার নাম লেখালেন আইপিএলের মহা নিলামে। দু’দশকব্যপী আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়েছে কিছু দিন আগেই। তাই আইপিএলের দিকে নজর ঘুরিয়েছেন অ্যান্ডারসন। তবে সতীর্থ বেন স্টোকস নিলাম থেকে নাম তুলে নিয়েছেন।
দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে টি-টোয়েন্টিকে কোনও দিনই সে ভাবে গুরুত্ব দেননি অ্যান্ডারসন। দেশের হয়ে মাত্র ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন। তার মধ্যে শেষ ম্যাচ খেলেছেন ২০০৯ সালে। শেষ টি-টোয়েন্টি খেলেছেন ঘরোয়া লিগ ‘ভাইটালিটি ব্লাস্ট’-এ। তার পর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে দেখা যায়নি তাঁকে।
কেন আইপিএলে নিলামে নাম দিলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ক্রিকেটের বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর এখন আর চাপ নেই। সে কারণেই টি-টোয়েন্টির সবচেয়ে জনপ্রিয় লিগে অন্তত এক বার খেলতে চান বলে মনে করা হচ্ছে। তবে আইপিএলের যা প্রথা তাতে অ্যান্ডারসনের দল পাওয়া খুবই কঠিন। তাঁর বেস প্রাইস ১.২৫ কোটি।
এ দিকে, চেন্নাইয়ের হয়ে ২০২৩-এর আইপিএল খেলা স্টোকস নাম তুলে নিয়েছেন। ফলে পরের বছর তো বটেই, তার পরের বছরও আইপিএল খেলতে পারবেন না স্টোকস। কারণ বোর্ডের নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার মহা নিলামে নাম নথিভুক্ত না করালে ছোট নিলামেও নাম লেখাতে পারবেন না।