David Warner

David Warner: পর পর দুই ম্যাচে শতরান হাতছাড়া, রাগে কী করলেন ওয়ার্নার

বৃহস্পতিবার বেন স্টোকসের বলে আউট হয়ে ফেরার সময় মুখ থমথমে ওয়ার্নারের। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১৮:২৯
Share:

কী করলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার? —ফাইল চিত্র

ব্রিসবেনের মাঠে শতরান থেকে ছ’ রান দূরে থামতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। বৃহস্পতিবার অ্যাডিলেডে থামলেন পাঁচ রান দূরে। পর পর দুই ম্যাচে শতরান হাতছাড়া হওয়ায় রাগ হওয়াই স্বাভাবিক। রেগে গিয়ে কী করলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার?

বৃহস্পতিবার বেন স্টোকসের বলে আউট হয়ে ফেরার সময় মুখ থমথমে ওয়ার্নারের। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কিন্তু সেই মুহূর্তে তাঁর কাণ্ড হাজার ওয়াটের আলো জ্বেলে দিল এক খুদে সমর্থকের মুখে। মাঠ ছেড়ে বেরনোর সময় গ্লাভস জোড়া ছুড়ে দিলেন এক কিশোরের দিকে। লুফে নিল সে। বিস্ময়ে চোখমুখ বিস্ফারিত। আনন্দ ধরে রাখতে পারছে না সে। ওয়ার্নারের গ্লাভস তার হাতে।

Advertisement

এই গ্লাভস পরেই হয়তো দুটো শতরান হাতছাড়া হয়েছে ওয়ার্নারের। সব রাগ হয়তো গিয়ে পড়েছিল গ্লাভস জোড়ার উপর। সেই রাগ, বিরক্তিতেই হয়তো ছুড়ে দিলেন গ্লাভস। যা আনন্দ এনে দিল খুদে সমর্থকের মনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement