ডেভিড ওয়ার্নার। ফাইল ছবি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজের পর টেস্ট সিরিজে প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। সেই প্রস্তুতিতেই নেটে সতীর্থদের চমকে দিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার।
নেটে ডান হাতে ব্যাটিং করলেন ওয়ার্নার। বাঁহাতি ওপেনার নেটে স্বচ্ছন্দেই ডান হাতে ব্যাট করলেন। তাঁর ডান হাতে ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়েছে। ওয়ার্নারের অনুরাগীরা ওয়ার্নারের ডান ব্যাট করা দেখে উচ্ছ্বসিত।
২৯ জুন থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ। তার আগে নেটে কেন হঠাৎ ডান হাতে ব্যাটিং করলেন ওয়ার্নার! তা নিয়ে অবশ্য ওয়ার্নার নিজে বা অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। দেশের হয়ে সব ফরম্যাটের ক্রিকেটই খেলেন ওয়ার্নার। শ্রীলঙ্কা সফরেও রানের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার আগ্রাসী ওপেনার।
অনেকে মনে করছেন, নিছক মজা করে নেটে ডান হাতে ব্যাট করেননি ওয়ার্নার। তাঁর অবশ্যই নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। শ্রীলঙ্কার বোলারদের বিভ্রান্ত করার জন্যই বিশেষ ভাবে অনুশীলন করেছেন তিনি। বাঁ হাতের মতো ডান হাতে ব্যাট করার সময়ও ওয়ার্নারকে আত্মবিশ্বাসী দেখিয়েছে। আগ্রাসী শটও খেলেছেন।