Asia Cup 2023

টস জিতল পাকিস্তান, ফাইনালে ওঠার লক্ষ্যে ব্যাটিং বাবরদের, কমল ওভার

কলম্বোয় বৃষ্টি শেষ হওয়ায় খেলা শুরু হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় খেলার ওভার কমেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩০
Share:

বাবর আজ়ম। —ফাইল চিত্র

কলম্বোয় অবশেষে বৃষ্টি থেমেছে। ফলে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে। বিকাল ৫টায় হবে টস। বিকাল ৫টা ১৫ মিনিট থেকে খেলা শুরু হবে। বৃষ্টির জন্য দেড় ঘণ্টার উপর সময় নষ্ট হওয়ায় ওভার কমেছে। ৪৫ ওভারের খেলা হবে। পাওয়ার প্লে ১০ ওভারের বদলে ৯ ওভারের হবে।

Advertisement

এ বারের এশিয়া কাপে প্রায় প্রতিটি ম্যাচেই বৃষ্টি হয়েছে। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ দিন রাখা হয়েছিল। রিজার্ভ দিনে শেষ হয়েছিল খেলা। কিন্তু বাকি ম্যাচগুলিতে রিজার্ভ দিন নেই। ফলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু ও শেষ করতে হবে।

বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলম্বোতে। সেই কারণেই নির্ধারিত সময়ে টস করা যায়নি। এক বার বৃষ্টি থামার পরে যখনই দু’দলের অধিনায়ক তৈরি হচ্ছিলেন, তখনই আবার বৃষ্টি নামে। ফলে আবার মাঠ ঢাকা হয়। বৃষ্টিতে কভারের উপর জল জমে থাকায় বৃষ্টি থামার পরে মাঠ খেলার উপযোগী করতে মাঠকর্মীদের সময় লেগেছে। ফলে ওভার কমেছে।

Advertisement

ভারতের বিরুদ্ধে ২২৮ রানে হারার ফলে পাকিস্তানের রান রেট বড় ধাক্কা খেয়েছে। চার দলের মধ্যে সব থেকে খারাপ রান রেট বাবর আজ়মদের। সেই কারণে ফাইনালে উঠতে গেলে তাঁদের শ্রীলঙ্কাকে হারাতেই হবে। অন্য দিকে শ্রীলঙ্কা কিছুটা ভাল জায়গায় আছে। যদি খেলা ভেস্তে যায় তা হলে রান রেট ভাল থাকায় ফাইনালে উঠে যাবে তারা। এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরতে হবে পাকিস্তানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement