Rahul Dravid

Rahul Dravid: ‘প্রেরণার দেওয়াল’-এ শ্রদ্ধা জানাল ধোনির চেন্নাই সুপার কিংস

ভারত এ, অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দ্রাবিড়ের। ভারতীয় দলের সদস্যদেরও ভাল ভাবে চেনেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১৮:০৩
Share:

দ্রাবিড়কে শ্রদ্ধা জানাল চেন্নাই। —ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেটে তাঁকে ‘দ্য ওয়াল’ বলা হয়। ক্রিজে উইকেটের সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকতেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার এ বার বিরাট কোহলী, রোহিত শর্মাদের কোচ। তাঁদের ব্যাটিংয়ের পাঠ দেবেন দ্রাবিড়। সেই ‘দেওয়াল’-এ সম্মান জানাল চেন্নাই সুপার কিংস।

দ্রাবিড়ের একটি ভিডিয়ো পোস্ট করে চেন্নাই। সেখানে তারা লেখে, ‘নতুন কোচের আবেগের পাতা থেকে। প্রেরণার দেওয়াল। স্মৃতির পাতা থেকে।’ সেই ভিডিয়োতে ক্রিকেটারের চাপ নেওয়ার ক্ষমতা নিয়ে বলতে শোনা যায় দ্রাবিড়কে। তিনি বলেন, “সাফল্য পাওয়ার একমাত্র মন্ত্র অনুশীলন।” ক্রিকেটের বিভিন্ন স্তরে সাফল্যের জন্য কী প্রয়োজন সেটা বলেন দ্রাবিড়।

Advertisement

ভারত এ, অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দ্রাবিড়ের। ভারতীয় দলের সদস্যদেরও ভাল ভাবে চেনেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট অভিজ্ঞতা, সেটাই ভাগ করে নিতে পারবেন কোহলীদের সঙ্গে। সেই অভিজ্ঞতাকেই শ্রদ্ধা জানিয়েছে চেন্নাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement