কোহলীরা কি প্রোটিয়া সফরে যাবেন? ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নয়া রূপের সন্ধান পাওয়ার পর থেকেই ভারতের সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরকারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানা গিয়েছে। এর মাঝেই বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়ে দিলেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটাই সবার আগে ভেবে দেখা হবে।
সংবাদ সংস্থাকে ধুমল বলেছেন, “এখনই সিরিজ নিয়ে কোনও কথা বলতে চাই না। দুই বোর্ডই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। খেলোয়াড়দের নিরাপত্তা এবং স্বাস্থ্য সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। ক্রিকেটাররা কিছু বললেই সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ধুমল ইঙ্গিত দিয়েছেন, ক্রিকেটারদের মতকেই প্রাধান্য দেওয়া হবে। তাতে যদি দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়, তাতেও কোনও সমস্যা নেই তাদের। সে ব্যাপারে দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি।