Ishan Kishan

দুই ছক্কায় ম্যাচ জেতালেন ঈশান, ব্যাট হাতে জবাব দিচ্ছেন ‘অবাধ্য’ ক্রিকেটার

বুচি বাবু প্রতিযোগিতায় নজর কাড়ছেন ঈশান কিশন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুই ছক্কায় ঝাড়খণ্ডকে জিতিয়েছেন তিনি। ব্যাট হাতে জবাব দিচ্ছেন ঈশান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ১২:১৬
Share:

ঈশান কিশন। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ না মানায় দীর্ঘ দিন জাতীয় দলে ব্রাত্য থাকতে হয়েছে ঈশান কিশনকে। এ বার ব্যাটে জবাব দেওয়া শুরু করেছেন তিনি। বুচি বাবু প্রতিযোগিতায় নজর কাড়ছেন ঈশান। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুই ছক্কায় ঝাড়খণ্ডকে জিতিয়েছেন তিনি।

Advertisement

মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৮৬ বলে শতরান করেছিলেন ঈশান। ১১৪ বলে ১০৭ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও দলকে জেতালেন অধিনায়ক। ৮ উইকেট পড়ে গিয়েছিল ঝাড়খণ্ডের। জেতার জন্য দরকার ছিল ১২ রান। মধ্যপ্রদেশের স্পিনার আকাশ রাজাওয়াতের প্রথম বলে একটি ছক্কা মারেন ঈশান। দ্বিতীয় বলে রান হয়নি। তৃতীয় বলে আবার ছক্কা মেরে খেলা শেষ করেন তিনি। ৪১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ বার ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন ঈশান। তবে এ বার রঞ্জিতে ঝাড়খণ্ডের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে। তারই প্রস্তুতি বুচি বাবুতে সারছেন এই বাঁহাতি ব্যাটার।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ কয়েক দিন আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, জাতীয় দলে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ঈশানকে। তিনি বলেন, “ঈশানের দক্ষতা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। প্রশ্ন ছিল, ও নিজে কী চাইছে। ওকে প্রথমে বুচি বাবুতে ঝাড়খণ্ডের দলে রাখা হয়নি। কারণ, আমরা জানতাম না যে, ও খেলবে কি না। যেই ও বলেছে খেলতে চায়, সঙ্গে সঙ্গে ওকে দলে নেওয়া হয়েছে।”

গত দু’বছর ধরে ‘অবাধ্য’ তকমা লেগে গিয়েছিল ঈশানের গায়ে। প্রথমে সিরিজ়ের মাঝে দল ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। পরে বোর্ডের নির্দেশের পরেও ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি। ফলে জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। অনেক সমালোচনা হয়েছে। ব্যাট হাতে সেই সব সমালোচনারই জবাব দেওয়া শুরু করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement