অনিশ্চিত বেঙ্কটেশ আয়ার। ছবি: এএফপি
ইডেনে প্রথম টি টোয়েন্টি ম্যাচের পর ভারতীয় শিবিরে খলনায়ক কায়রন পোলার্ড। কারণ, ক্যারিবিয়ান অধিনায়কের নেওয়া শটেই আহত হয়েছেন ভারতের দুই তরুণ তুর্কি। ঘটনায় কিছুটা উদ্বিগ্ন ভারতীয় শিবির।
বেঙ্কটেশ আয়ার এবং দীপক চাহার দু’জনের চোট লেগেছে বুধবারের ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ দিকে স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং করছিলেন চাহার। দলের রান বাড়াতে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ছিলেন পোলার্ড। তখনই তাঁর একটি জোরালো শট আটকাতে গিয়ে ডান হাতে চোট পান চাহার। সঙ্গে সঙ্গে তাঁকে সাজঘরে ফেরত পাঠানো হয়। নিজের চার ওভার বোলিং সম্পূর্ণ করতে পারেননি তিনি। শেষ ওভারে বল করতে হয় হর্ষল পটেলকে। সম্প্রতি আইপিএল নিলামে ঝড় তোলা চাহার তিন ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট নেন।
ম্যাচের ১৭ তম ওভারে বল করতে এসে পোলার্ডের শট আটকাতে গিয়ে চোট পেয়েছেন আয়ারও। তাঁর ডান হাতে আঘাত লেগেছে। দুই ক্রিকেটারেরই স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে, তাঁরা ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজের বাকি দু’টি ম্যাচ খেলতে পারবেন কি না।