India vs England

ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট ৮০০ থেকে শুরু

সিএবি অনুমোদিত ক্লাবগুলোকে ম্যাচের দিনই টিকিট দেওয়া হবে। যা নিয়ে ক্ষুব্ধ ক্লাব কর্তারা। একেবারেই এই সিদ্ধান্ত মানতে পারছেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৬
Share:

ইডেন গার্ডেন্সের প্রবেশ দ্বার। —ফাইল চিত্র।

ইডেনে ২২ জানুয়ারি ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ। সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ৮০০ টাকা।

Advertisement

এ ছাড়াও রয়েছে ১৩০০, ২০০০ ও ২৫০০ টাকার টিকিট। সোমবারই এ বিষয়ে নোটিস বার করেছে সিএবি। সেই নোটিস নিয়েও রয়েছে বিতর্ক। সিএবি অনুমোদিত ক্লাবগুলোকে ম্যাচের দিনই টিকিট দেওয়া হবে। যা নিয়ে ক্ষুব্ধ ক্লাব কর্তারা। একেবারেই এই সিদ্ধান্ত মানতে পারছেন না। ম্যাচের দিন তাড়াহুড়োর মধ্যে কী করে টিকিট বণ্টন করবে বাংলারক্রিকেট সংস্থা?

সিএবি-র এক কর্তা যদিও বলছিলেন, ‘‘নোটিস ছাপার সময় টিকিট বণ্টনের দিন ভুল লেখা হয়েছে। টিকিট কবে থেকে দেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়। নিশ্চিত ভাবেই ম্যাচের আগে প্রত্যেকটি ক্লাব টিকিট পেয়ে যাবে।’’

Advertisement

ম্যাচের দিন ঝুলন গোস্বামীর স্ট্যান্ডও উদ্বোধন করা হবে ইডেনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement