CWG

Commonwealth Games 2022: বিশ্বচ্যাম্পিয়নদের কাছে কী ভাবে ৩ উইকেটে হারল ভারত

কমনওয়েলথ গেমসে এ বারেই প্রথম হচ্ছে মহিলাদের ক্রিকেট। গ্রুপের প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৫:০২
Share:

হ্যারিসের ব্যাটে লড়াইয়ে ফিরল অস্ট্রেলিয়া। ছবি: টুইটার।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:৩২ key status

৩ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

১৯ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান তুলল অস্ট্রেলিয়া। ৫২ রানে অপরাজিত রাইলেন গার্ডনার।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:২৫ key status

অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৩৪

১৭ ওভার শেষ। গার্ডনার ৩৪ এবং কিং ১৩ রানে খেলছেন। 

Advertisement
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:২০ key status

অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১১৯

১৬ ওভার শেষ। গার্ডনার ৩০ এবং কিং ৩ রানে খেলছেন। 

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:১৫ key status

অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১১০

আউট জোনাসেন। তাঁকে আউট করলেন দীপ্তি। অজিদের দরকার ৩৪ বলে ৪৫ রান।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:০৮ key status

অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১০০

৩৭ রান করে হ্যারিস আউট হলেন মেঘনার বলে।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:০০ key status

অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৭৭

১১ ওভার শেষ। হ্যারিস ২৩ এবং গার্ডনার ১১ রানে খেলছেন।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৭:৪৮ key status

অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৪৯

র‌্যাচেলকে (৯) আউট করলেন দীপ্তি।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৭:৩৩ key status

অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৩৪

১৪ রান করে আউট ম্যাকগ্রাথ। ৮ রান দিয়ে ৪ উইকেট রেনুকার।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৭:২৭

অস্ট্রেলিয়া ৩ উইকেটে ২১

১০ রান করে আউট মুনি। ৮ রান দিয়ে ৩ উইকেট রেনুকার।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৭:২২ key status

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন

অস্ট্রেলিয়া ২ উইকেটে ২০। ৮ রান করে আউট ল্যানিং।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৭:১১ key status

হিলি আউট

রেণুকার বলে ০ রানে ফিরলেন হিলি।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৭:০২ key status

ভারত ৮ উইকেটে ১৫৪

২০ ওভার শেষ। ২ রানে অপরাজিত রইলেন রাধা। শেষ দু’বলে আউট হলেন হরমনপ্রীত (৫২) এবং মেঘনা (০)। অস্ট্রেলিয়াকে করতে হবে ১৫৫ রান।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৬:৪৮ key status

ভারত ৫ উইকেটে ১৩৬

১৮ ওভার শেষ। হরমনপ্রীত ৪০ এবং হার্লিন ৩ রানে খেলছেন। 

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৬:৪০ key status

আউট দীপ্তি

ভারত ৫ উইকেটে ১১৭। ১ রান করে আউট দীপ্তি। ২৪ রানে অপরাজিত হরমনপ্রীত।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৬:৩৭ key status

আউট জেমাইমা

ভারত ৪ উইকেটে ১১৫। উইকেটে রয়েছেন হরমনপ্রীত (২৩)।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৬:৩২ key status

ভারত ৩ উইকেটে ১০৫

১৪ ওভার শেষ। হরমনপ্রীত ১৪ রানে এবং জেমাইমা ১০ রানে খেলছেন। ৩৩ বলে ৪৮ রান করে আউট হয়েছেন শেফালি।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৬:১৭ key status

ভারত ২ উইকেটে ৯২

১১ ওভার শেষ। শেফালি ৪৮ এবং হরমনপ্রীত ১১ রানে ব্যাট করছেন।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৬:১০ key status

আউট যষ্ঠিকা

ভারত ২ উইকেটে ৬৮। ৮ রান করে রান আউট যষ্ঠিকা।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৬:০০ key status

ভারত ১ উইকেটে ৫১

৮ ওভার শেষ। শেফালি ২০ এবং যষ্ঠিকা ৭ রানে ব্যাট করছেন।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৫:৪৯ key status

ভারত ১ উইকেটে ৩০

৫ ওভার শেষ। শেফালি ৬ এবং যষ্ঠিকা শূন্য রানে ব্যাট করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement