সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচন
আজ, বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৮ অক্টোবর বোর্ডের নির্বাচন। এই নির্বাচনের পর সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দেখা যাবে না। তাঁর জায়গায় বসার সম্ভাবনা রয়েছে রজার বিনির।
আইএসএলে ইস্টবেঙ্গল-এফসি গোয়া
আজ আইএসএলে ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়ার খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খেলাটি শুরু হবে।
ত্রিদেশীয় টি২০ সিরিজ নিউজিল্যান্ড-বাংলাদেশ
ত্রিদেশীয় টি২০ সিরিজে আজ নিউজিল্যান্ড ও বাংলাদেশের খেলা রয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হয়েছে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত। ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার দিকে। পাল্টা প্রতিরোধ করছে ভলোদিমির জ়েলেনস্কির দেশ। পাশাপাশি তারা জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের কাছে সাহায্য চেয়েছে। এমতাবস্থায় আজ এই দুই দেশের যুদ্ধ পরিস্থিতির দিকে নজর থাকবে।
আবহাওয়া কেমন?
গরমের অস্বস্তি বজায় থাকবে, তারই মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ ছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
মঙ্গলবার রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। দীপাবলির আগে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্ত। প্রতি দিনই প্রায় পাঁচশোর উপরেই থাকছে আক্রান্ত। আজ রাজ্যের কত মানুষ ডেঙ্গি আক্রান্ত হন তা দেখার।