গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
হর্ষিত রানাকে ভারতীয় দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। মাত্র ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটারকে আইপিএলের ভিত্তিতে দলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। তাই ভারতীয় দলে জায়গা পেয়েছেন বলেও মনে করা হচ্ছে। সেই সব প্রশ্নের উত্তর দিলেন কোচ গৌতম গম্ভীর।
রানাকে ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া পাঠানোর কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তাঁকে সেই দল থেকে বাদ দিয়ে ভারত-নিউ জ়িল্যান্ড সিরিজ়ে নেওয়া হয়। অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য যখন রানাকে নেওয়া হবে, তখন কেন তাঁকে আগে অস্ট্রেলিয়া পাঠানো হল না তা বোঝা কঠিন। গম্ভীর যদিও বলেন, “অসমের বিরুদ্ধে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে রানা। তাই আবার একটা প্রথম শ্রেণির ম্যাচ খেলার জন্য ওকে অস্ট্রেলিয়া পাঠানোর প্রয়োজন মনে হয়নি।” কিন্তু অসমের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা আর অস্ট্রেলিয়ার মাটিতে খেলা কি সমান? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি গম্ভীরের থেকে।
অস্ট্রেলিয়া সফরের জন্য যে দল ভারত বেছে নিয়েছে, সেখানে পাঁচ জন পেসার রয়েছেন। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে রয়েছেন ২২ বছরের তরুণ হর্ষিত। দিল্লির হয়ে খেলেন তিনি। সেই রাজ্যের হয়েই এক সময় খেলতেন গম্ভীর। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে নিয়েছেন ৪৩টি উইকেট। দু’বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। কেকেআরের প্রাক্তন মেন্টর গম্ভীর তাঁকে চেনেন। আইপিএলে দেখেছেন। গম্ভীর মনে করেন ভারতীয় জার্সিতেও রানা ভাল খেলবেন।
ভারতীয় দলে জায়গা হয়নি শার্দূল ঠাকুরের। সেই জায়গায় নীতীশ কুমার রেড্ডিকে নেওয়া হয়েছে। গম্ভীর বলেন, “আমরা সেরা দলটাই বেছে নিয়েছি। সামনের দিকে এগোতে হবে। প্রয়োজনে নীতীশ ঠিক বুঝিয়ে দেবে কেন আমরা ওকে নিয়েছি।”