ছবি: এক্স থেকে নেওয়া।
পহেলগাঁওয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে পর্যটকদের খুন করেছে সশস্ত্র জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। সেই ঘটনার নানা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই সমস্ত ভিডিয়োর মধ্যে কয়েকটি ভিডিয়ো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তেমনই একটি ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে, হামলার পর একটি গাড়িতে করে শহরে ঘুরে বেড়াচ্ছে হামলায় যুক্ত জঙ্গিরা। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
এক্স হ্যান্ডল থেকে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো পোশাক পরা পাঁচ যুবক গাড়িতে বসে ভিডিয়োটি রেকর্ড করছেন। ক্যামেরার দিকে তাকিয়ে ঊর্দু ভাষায় অভিবাদন করতেও দেখা গিয়েছে তাঁদের। সেই ভিডিয়োয় পহেলগাঁও হামলায় অভিযুক্তদের ছবি দিয়ে দাবি করা হয়েছে, গাড়ির চালক ও আরোহীদের সঙ্গে তাদের মুখের মিল রয়েছে। ভারতীয় সেনাকে এদের খুঁজে বার করে ব্যবস্থা নেওয়ার অনুরোধও ভিডিয়োয় লেখা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারীরা পোস্টের নীচে লিখেছেন ভিডিয়োটি ভুয়ো। এটি হামলাকারীদের ভিডিয়ো নয়। ভিডিয়োটি অনেক আগেই ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল।
‘সাদিক৯৯৯’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্সে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, তরুণেরা আজ়ারবাইজ়ানের বাসিন্দা। কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গিহানার সঙ্গে এই তরুণদের যোগসাজশের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এক্সের পক্ষ থেকেও পোস্টে এই বিবৃতি দেওয়া হয়েছে। ভুয়ো এই ভিডিয়োয় প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে।