BCCI Meeting Postponed

পিছিয়ে গেল বোর্ডের বৈঠক, ঝুলে থাকল রোহিত-কোহলিদের কেন্দ্রীয় চুক্তি, ইংল্যান্ড সফর নিয়ে সিদ্ধান্ত

শনিবার গুয়াহাটিতে হওয়ার কথা ছিল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক। বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা ছাড়াও ইংল্যান্ড সফরে খেলতে যাওয়া ভারতীয় দলকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৮:১১
Share:
cricket

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।

শনিবার গুয়াহাটিতে হওয়ার কথা ছিল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক। বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা ছাড়াও ইংল্যান্ড সফরে খেলতে যাওয়া ভারতীয় দলকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। কবে পরবর্তী বৈঠক হবে তা এখনও জানা যায়নি।

Advertisement

বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়ার শহর গুয়াহাটিতে এই বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে যোগ দেওয়ার কথা ছিল কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের। তাঁদের মত নিয়ে বার্ষিক চুক্তি চূড়ান্ত করার কথা ছিল। তবে সেই বৈঠক হচ্ছে না।

ইংল্যান্ড সফরে রোহিত শর্মাকেই অধিনায়ক রাখা হবে কি না তা এখনও নিশ্চিত নয়। শোনা গিয়েছে, সেই সিরিজ়‌ে রোহিত খেলতে রাজি নন। সে ক্ষেত্রে রোহিতকে খেলার জন্য অনুরোধ করা হবে, না কি নতুন কোনও অধিনায়ক বেছে নেওয়া হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। পাশাপাশি বিরাট কোহলিকে দলে রাখা হবে কি না সেটা নিয়েও মতামত দিতেন গম্ভীর এবং আগরকর। নতুন কাউকে দলে নেওয়ার ব্যাপারেও কথা হত।

Advertisement

বার্ষিক চুক্তিতে বরুণ চক্রবর্তী, শ্রেয়স আয়ারের ঢোকা প্রায় নিশ্চিত। গম্ভীর, আগরকর তাতে সিলমোহর দেবেন। কারা বাদ যাবেন সেটাও ঠিক করবেন তাঁরাই। তবে বৈঠক বাতিলের কারণে সবই আপাতত পিছিয়ে গেল। কী কারণে বাতিল করা হয়েছে সেটাও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement