গ্যালারিতে বসে ভারতের জার্সি পরছেন পাকিস্তানের এক সমর্থক। ছবি: সমাজমাধ্যম।
বিরাট কোহলির সমর্থক যে বিশ্ব জুড়ে তা আরও এক বার দেখা গেল ভারত-পাকিস্তান ম্যাচে। কোহলির ব্যাটিং দেখতে যতটা আগ্রহ ভারতে, ততটাই ওয়াঘার ও পারে। শতরান করে ভারতকে জেতালেন কোহলি। সেই কোহলির শতরান দেখে উল্লাস হল ইসলামাবাদে। দলের হারের দুঃখের চেয়েও কোহলির শতরানের আনন্দ বেশি ছিল তাঁদের। আবার ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে জার্সি বদলে ফেললেন পাকিস্তানের এক সমর্থক। তা দেখে হাসির রোল উঠল।
ভারতের মতো পাকিস্তানেও বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখছিলেন সমর্থকেরা। তার কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, কোহলি চার মেরে শতরান করার পরেই উল্লাস মাতছেন দর্শকেরা। ইসলামাবাদের রাস্তায় নাচছেন তাঁরা। কোহলির নামে জয়ধ্বনি দিচ্ছেন। কোহলির ইনিংসের প্রশংসা করছেন। তাঁদের বক্তব্য, ধারে-ভারে যে ভারত অনেকটা এগিয়ে তা তাঁরা জানেন। আর পাকিস্তানের বিরুদ্ধে খেলা থাকলেই কোহলির যে অন্য রূপ দেখা যায় তা-ও জানেন। কোহলির ইনিংস দেখতেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। কোহলির ইনিংস মন ভরিয়েছে তাঁদের।
পাকিস্তানে কোহলির ভক্তের সংখ্যা কম নয়। পাকিস্তানের গ্যালারিতে কোহলির জার্সি দেখা যায়। কোহলির জার্সি পরে ভারতের জাতীয় পতাকা লাগানোয় এক যুবককে গ্রেফতারও হতে হয়েছিল। কিন্তু কোহলির প্রতি ভালবাসা সে দেশে কমেনি। সেই ভালবাসা আরও এক বার দেখা দেল ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন।
ম্যাচ চলাকালীন গ্যালারিতে আরও একটি ছবি দেখা গিয়েছে। একই জায়গায় ভারতীয় ও পাকিস্তানি সমর্থকেরা বসে খেলা দেখছিলেন। হঠাৎ, পাকিস্তানের এক সমর্থক ভারতের একটি জার্সি বার করে তা পরতে শুরু করেন। তাঁর গায়ে পাকিস্তানের সবুজ জার্সি ছিল। সেই জার্সির উপরেই ভারতের নীল জার্সি পরে ফেলেন তিনি। তাঁর দু’পাশে পাকিস্তানের অন্য সমর্থকেরা ছিলেন। তাঁরা অবাক হয়ে যান। তবে সেখানে ভারতের যে সমর্থকেরা ছিলেন তাঁরা সেই দৃশ্য দেখে হাততালি দেন। হাসির রোল ওঠে গ্যালারিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে দুবাইয়ে যেতে হয়েছিল পাকিস্তানকে। নিউ জ়িল্যান্ডের কাছে হারের ধাক্কা থেকে যে তারা বার হতে পারেনি তা পাকিস্তানের খেলা দেখেই বোঝা গিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা। ২৪১ রানে অলআউট হয়ে যায়। ভারত সহজেই সেই রান তাড়া করে তুলে নেয়। ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি।