Mohammad Rizwan on Virat Kohli

‘কোহলিকে দিয়েই শুরু করি’, ম্যাচ হেরে বিরাট-ঘোর কাটছে না পাক অধিনায়ক রিজ়ওয়ানের

বিরাট কোহলির ব্যাটে হেরেছে পাকিস্তান। যে ক্রিকেটার তাঁদের হারিয়েছেন, সেই কোহলির ইনিংস নিয়ে বিস্মিত মহম্মদ রিজ়ওয়ান। কোহলির প্রশংসা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪২
Share:
cricket

খেলার শেষে হাত মেলাচ্ছেন মহম্মদ রিজ়ওয়ান (বাঁ দিকে) ও বিরাট কোহলি। ছবি: সমাজমাধ্যম।

কিছু ক্ষণ আগেই ৬ উইকেটে হেরেছে তাঁর দল। যে ক্রিকেটার তাঁদের হারিয়েছেন, সেই বিরাট কোহলির ইনিংস নিয়ে বিস্মিত পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। কী ভাবে কোহলি ওই রকম ইনিংস খেললেন তা বুঝতে পারছেন না তিনি। সেই কারণেই হয়তো ঘোর কাটছে না রিজ়ওয়ানের। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে কোহলিকে দিয়েই শুরু করলেন তিনি।

Advertisement

সাংবাদিক বৈঠকে সাধারণত নিজের দলের শক্তি-দুর্বলতার কথা বলেন অধিনায়ক। ম্যাচের বিশ্লেষণ করেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রিজ়ওয়ানকে কোনও প্রশ্ন করার আগেই তিনি বলে ওঠেন, “চলুন, কোহলিকে দিয়েই শুরু করি।” তার পরেই ভারতীয় ক্রিকেটারের প্রশংসা শুরু করেন রিজ়ওয়ান। তিনি বলেন, “ওর কঠিন পরিশ্রম দেখে আমি বিস্মিত। ও নিশ্চয়ই খেলার আগে নেটে অনেক সময় কাটায়। গোটা বিশ্ব বলছে, ওর ফর্ম খারাপ। কিন্তু বড় ম্যাচে কোহলি বুঝিয়ে দেয়, ও কতটা বড় ক্রিকেটার।”

রিজ়ওয়ান জানিয়েছেন, কোহলিকে আউট করার সব রকম চেষ্টা তাঁরা করেছিলেন। কিন্তু কিছুতেই তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। সেই কারণেই ম্যাচ হারতে হয়েছে। রিজ়ওয়ান বলেন, “আমরা সব রকম চেষ্টা করেছি। ওকে সহজ বল দিইনি। কিন্তু তার পরেও কোহলি রান করেছে। সেই কারণেই ও এত বড় ক্রিকেটার। কোহলি আউট হয়ে গেলে ভারত চাপে পড়ত। কিন্তু ও আমাদের হাত থেকে খেলা নিয়ে চলে গেল।”

Advertisement

১০০ রানের ইনিংসে মাত্র সাতটি চার মেরেছেন কোহলি। একটিও ছক্কা মারেননি। অর্থাৎ, ৭২ রান দৌড়ে নিয়েছেন তিনি। দুবাইয়ের বড় মাঠ কাজে লাগিয়েছেন। কোহলির ফিটনেস দেখে অবাক হয়েছেন রিজ়ওয়ান। তিনি বলেন, “ওর ফিটনেসের প্রশংসা করতেই হবে। যে ভাবে গোটা ইনিংস জুড়ে ও দৌড়ল, তা অবাক করার মতো। আমরা ওকে আউট করার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। কোহলি সত্যিই বড় ম্যাচের ক্রিকেটার।”

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

তাঁর দল যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিনটি বিভাগেই হেরেছে, সে কথা স্বীকার করে নিয়েছেন রিজ়ওয়ান। তবে তার মধ্যেও আশার আলো দেখার চেষ্টা করছেন তিনি। সাউদ শাকিল ও আব্রার আহমেদের প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, “আমি হতাশ। কোনও এক জনের নাম আলাদা করে নেব না। এই হারের জন্য দলের সকলেই দায়ী। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিনটে বিভাগেই আমরা হেরেছি। তার মধ্যেই শাকিলের ব্যাটিং ও আব্রারের বোলিং নজর কেড়েছে। ওরা ভাল খেলার চেষ্টা করেছে।”

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পর পর দু’ম্যাচ হেরে যাওয়ার পরে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ। খাতায়কলমে সুযোগ থাকলেও তার অঙ্ক বড় জটিল। সেই অঙ্কের দিকে এখন তাকাতে চাইছেন না রিজ়ওয়ান। গ্রুপের শেষ ম্যাচে তাঁদের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতে সম্মান বাঁচানোর লক্ষ্যে পাকিস্তানের অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement