কলকাতা ডার্বির একটি মুহূর্ত। — ফাইল চিত্র।
সোমবার সুপার কাপের সূচি প্রকাশ্যে আনল ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এ বারের প্রতিযোগিতা হবে নকআউট পদ্ধতিতে। সূচি অনুযায়ী, কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে সুপার কাপ চলবে ৩ মে পর্যন্ত।
আইএসএলের ১৩টি দলই সুপার কাপে খেলবে। এ ছাড়া আই লিগের প্রথম তিনটি দল খেলার সুযোগ পেয়েছে। সূচি অনুযায়ী, ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার কাপ। সে দিন বিকেল ৪.৩০টা থেকে ইস্টবেঙ্গলের ম্যাচ। একই দিনে খেলতে নামছে মোহনবাগানও। তারা খেলবে আই লিগের একটি দলের বিরুদ্ধে।
আই লিগের যে তিনটি দল খেলার যোগ্যতা অর্জন করেছে তারা হল চার্চিল ব্রাদার্স, ইন্টার কাশী এবং গোকুলম কেরল। তারা খেলবে আইএসএলের তিন দল মোহনবাগান, গোয়া এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে। যে হেতু আই লিগে এখনও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি, তাই কোন দল কার বিরুদ্ধে খেলবে তা ঠিক হবে একটি ড্রয়ের মাধ্যমে। সেই ড্র হবে ৯ এপ্রিল। সে দিনই জানা যাবে মোহনবাগানের প্রতিপক্ষ।
সুপার কাপ শুরু হচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে। ২০-২৪ এপ্রিল প্রি-কোয়ার্টারের খেলাগুলি হবে। কোয়ার্টার ফাইনাল হবে ২৬ এবং ২৭ এপ্রিল। দু’টি সেমিফাইনাল হবে ৩০ এপ্রিল। ফাইনাল ৩ মে। প্রি-কোয়ার্টার, কোয়ার্টার এবং সেমিফাইনালের ম্যাচগুলিতে ৯০ মিনিটে ফয়সালা না হলে, সরাসরি গড়াবে টাইব্রেকারে। কোনও অতিরিক্ত সময় থাকবে না। তবে ফাইনালে অতিরিক্ত সময় থাকছে। তার পরে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।
গত বছর থেকে হওয়া নিয়ম অনুযায়ী, সুপার কাপ যারা জিতবে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রাথমিক রাউন্ডে খেলবে। সেই ম্যাচ জিতলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। যদি হারে তা হলে খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগ।
সূচি:
২০ এপ্রিল: কেরল বনাম ইস্টবেঙ্গল (দুপুর ৪.৩০টা), মোহনবাগান বনাম আই লিগের ক্লাব (রাত ৮টা)।
২১ এপ্রিল: গোয়া বনাম আই লিগের ক্লাব (দুপুর ৪.৩০টা), ওড়িশা বনাম পঞ্জাব এফসি (রাত ৮টা)।
২৩ এপ্রিল: বেঙ্গালুরু বনাম আই লিগের ক্লাব (দুপুর ৪.৩০টা), মুম্বই বনাম চেন্নাইয়িন (রাত ৮টা)।
২৪ এপ্রিল: নর্থইস্ট ইউনাইটেড বনাম মহমেডান (দুপুর ৪.৩০টা), জামশেদপুর বনাম হায়দরাবাদ (রাত ৮টা)।