SGM of BCCI

বিশেষ অনুমতিতে এসজিএমে স্নেহাশিস

বোর্ডের ইলেকটোরাল অফিসার এ. কে. জ্যোতি আগের দিনই বলে দিয়েছিলেন, এসজিএম-এ সিএবির প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৪
Share:

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) প্রবেশ করতে পারবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে তাঁকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে। বোর্ডের কাছে তাঁর নাম পাঠাতে দেরি করায় এই লজ্জার মুখে পড়তে হল সিএবি-কে।

Advertisement

বোর্ডের ইলেকটোরাল অফিসার এ. কে. জ্যোতি আগের দিনই বলে দিয়েছিলেন, এসজিএম-এ সিএবির প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হবে না। নিজের সিদ্ধান্তে এখনও অনড় ইলেকটোরাল অফিসার। তবে সিএবি সূত্রে খবর, ভারতীয় বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট রজার বিনির সঙ্গে যোগাযোগ করেন স্নেহাশিস। বোর্ডকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। সারা দিনের আলোচনার পরে নাকি স্নেহাশিসকে বিশেষ অনুমতিতে বৈঠকে প্রবেশ করতে দেওয়া হতে পারে। তবে যদি নির্বাচন হত, ভোটাধিকার পেতেন না স্নেহাশিস। যা বাংলার ক্রিকেট সংস্থার লজ্জা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement