ইডেন গার্ডেন। —ফাইল চিত্র।
২০২৩-২৪ মরসুমে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল বাংলা। শুক্রবার প্রকাশিত তালিকায় রয়েছে বাংলার ৪১ জন ক্রিকেটারের নাম।
বাংলা দলের পরিচিত ক্রিকেটারেরা সকলেই জায়গা পেয়েছেন সীমিত ওভারের ক্রিকেট দলের জন্য সম্ভাব্য তালিকায়। গত মরসুমে রঞ্জি ট্রফিতে নেতৃত্ব দেওয়া মনোজ তিওয়ারিকে রাখা হয়নি সাদা বলের ক্রিকেটের সম্ভাব্যদের তালিকায়। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী আসন্ন মরসুমেও বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারেন। তবে সাদা বলের ক্রিকেটে তাঁকে বাংলার জার্সিতে না-ও দেখা যেতে পারে। সিএবি সচিব নরেশ ওঝা ৪১ জন ক্রিকেটারের যে তালিকা প্রকাশ করেছেন, তাতে নেই তাঁর নাম। তালিকায় নেই জোরে বোলার মহম্মদ শামির নামও। টেস্ট দলের নিয়মিত সদস্য শামি ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেন না।
ঘোষিত ৪১ জনের তালিকা: অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক রায় চৌধুরী, অঙ্কুর পাল, কাজি জুনেইদ সইফি, রণজ্যোৎ সিংহ খাইরা, শুভম চট্টোপাধ্যায়, আদিত্য পুরোহিত, ওমপাল বোকেন, সুমন্ত গুপ্ত, শ্রেয়াংশ ঘোষ, অভিষেক পোড়েল, শুভঙ্কর বল, শাকির হাবিব গান্ধী, অগ্নিভ পান, শুভম সরকার, আকাশ ঘটক, সক্ষম চৌধুরী, সন্দীপন দাস (সিনিয়র), অয়ন ভট্টাচার্য, আকাশদীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, রবি কুমার, প্রতীম চক্রবর্তী, গীত পুরি, সুমন দাস, দুর্গেশ কুমার দুবে, দেবপ্রতীম হালদার, সৌম্যদীপ মন্ডল, শাহবাজ় আহমেদ, প্রদীপ্ত প্রামানিক, করণ লাল, কৌশিক মাইতি, বিকাশ সিংহ, প্রয়াস রায় বর্মন, অঙ্কিত মিশ্র, অনুরাগ তিওয়ারি এবং অখিলেশ যাদব।