CAB

Bengal Cricket: মনোজ, সুদীপদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে চলেছে সিএবি

রাজ্যে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্যের খেয়াল রাখতে নতুন উদ্যোগ নিতে চলেছে সিএবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৯:৪৪
Share:

মনোজদের জন্য উদ্যোগ। ফাইল ছবি

রাজ্যে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্যের খেয়াল রাখতে নতুন উদ্যোগ নিতে চলেছে সিএবি। সংস্থার সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আগামী ৩-৫ জানুয়ারি এই প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। এ কাজে সিএবি-কে সাহায্য করবে একটি বেসরকারি সংস্থা।

Advertisement

বাংলার সমস্ত বিভাগের পুরুষ এবং মহিলা দল, সাপোর্ট স্টাফ, প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং আধিকারিক, বর্তমান কমিটির সদস্য এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন। মোট পাঁচটি পরীক্ষা করা হবে। এগুলি হল: বোন মিনারেল ডেনসিটি, পালমোনারি ফাংশন, হিমোগ্লোবিন, বডি মাস ইনডেক্স এবং ইসিজি। এরপর ডাক্তারের সঙ্গে পরামর্শ করার সুযোগও থাকছে।

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, “ক্রিকেটার, কমিটির সদস্য, আম্পায়ার, স্কোরার, প্রত্যেকেই সংস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের জন্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যাতে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।”

Advertisement

সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, “মরসুম শুরুর আগে স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া প্রয়োজন যাতে পরে কোনও সমস্যা না দেখা দেয়। কারণ, সাম্প্রতিক কালে খেলার মাঠে অনেক দুর্ঘটনাই আমরা দেখেছি। সেই পরিস্থিতি এড়ানোর জন্যেই এই শিবিরের আয়োজন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement