দারুণ খেললেন সচিনের সতীর্থ। ছবি পিটিআই
পেশাদার ক্রিকেট খেলার সময় বার বার দুর্দান্ত ফিল্ডিংয়ের সাহায্যে সমর্থকদের মুগ্ধ করেছেন সুরেশ রায়না। বছর দুয়েক আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ফিল্ডিং এখনও ভুলে যাননি রায়না। পথ নিরাপত্তা বিশ্ব সিরিজ খেলতে গিয়ে তা আরও এক বার দেখা গেল। ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়ে বিপক্ষের ব্যাটারকে ফিরিয়ে দিলেন রায়না।
বুধবারের ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস দলের বিরুদ্ধে ব্যাটিং করছিল অস্ট্রেলিয়া লেজেন্ডস। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং করছিলেন বেন ডাঙ্ক। ২৫ বলে ৪৬ রান করে ফেলেছিলেন তিনি। এমন সময় ইন্ডিয়া লেজেন্ডসের অভিমন্যু মিঠুন একটি ওয়াইড ফুল-টস বল করেন। অন্য সময় হলে এ ধরনের বলকে অনায়াসে গ্যালারিতে পাঠাতেন ডাঙ্ক। তবে বুধবার ঠিক করে ব্যাটে বলে হয়নি। তবু তাঁর শট পয়েন্টে থাকা রায়নার কিছুটা দূর দিয়ে বেরিয়ে যাচ্ছিল।
তখনই বোঝা যায় ফিল্ডার রায়নার কামাল। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে তালুবন্দি করেন ডাঙ্কের মারা শট। গোটা মাঠ তখন উচ্ছ্বাসে ফেটে পড়ছে। রায়নাকে অভিবাদন জানাতে ছুটে আসেন সতীর্থরাও। ইন্ডিয়া লেজেন্ডসের অধিনায়ক সচিন তেন্ডুলকর সতীর্থের মাথা চাপড়ে দেন।
রায়পুরের সেই ম্যাচ বুধবার শেষ হয়নি বৃষ্টির কারণে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্ডিয়া লেজেন্ডস। ৬২ বলে ৯০ রানের ইনিংস খেলেন নমন ওঝা।