Suman Kumar

ইনিংসে হ্যাটট্রিক-সহ ১০ উইকেট! ঘরোয়া ক্রিকেটে নজির বিহারের স্পিনার সুমনের

ঘরোয়া ক্রিকেটে নজির গড়েছেন বিহারের স্পিনার সুমন কুমার। রাজস্থানের বিরুদ্ধে এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২২:৪১
Share:

সুমন কুমার। ছবি: সমাজমাধ্যম।

প্রতিপক্ষের সব ব্যাটারকে একাই আউট করেছেন সুমন কুমার। রাজস্থানের বিরুদ্ধে এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে। ঘরোয়া ক্রিকেটে নজির গড়েছেন বিহারের স্পিনার।

Advertisement

অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে খেলা ছিল বিহারের। রাজস্থানের প্রথম ইনিংসে দাপট দেখান তিনি। প্রথম ইনিংসে দীপেশ গুপ্তর ১৮৩ ও পৃথ্বী রাদের ১২৮ রানে ভর করে ৪৬৭ রান করে বিহার। জবাবে সুমনের দাপটে ১৮২ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।

দ্বিতীয় দিনের শেষে রাজস্থানের রান ছিল ১ উইকেটে ৭০। তৃতীয় দিন ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে তারা। ৮২ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। মাঝে কিছুটা সামলালেও পরের স্পেলে এসে আবার রাজস্থানের ব্যাটারদের সমস্যায় ফেলেন সুমন। ১৮২ রানে পুরো দল সাজঘরে ফেরে।

Advertisement

রাজস্থানের ইনিংসের ৩৬তম ওভারে মোহিত ভাগতানি, আনাস ও সচিন শর্মাকে পর পর তিন বলে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সুমন। এই মরসুমে খুব ভাল ফর্মে রয়েছেন সুমন। এখনও পর্যন্ত ২২টি উইকেট নিয়েছেন তিনি।

বিহার ক্রিকেট সংস্থার সভাপতি রাকেশ তিওয়ারি সুমনকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “সুমনের এই কীর্তি বিহার ক্রিকেটের মুকুটে একটা উজ্জ্বল পালক। ওর প্রতিভা আমরা আগেই বুঝতে পেরেছিলাম। ধীরে ধীরে গোটা ভারত সেটা দেখতে পাচ্ছে। আমরা নিশ্চিত, আগামী দিনে ও আরও উন্নতি করবে।”

তবে ঘরোয়া ক্রিকেটের চলতি মরসুমে এটিই প্রথম এক ইনিংসে ১০ উইকেট নয়। এর আগে কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে নজির গড়েছেন হরিয়ানার পেসার অংশুল কম্বোজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement