ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-২ ফলে শেষ হল টি-টোয়েন্টি সিরিজ়। শেষ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। কিন্তু সিরিজ় সেরা বেছে নেওয়া হল ভুবনেশ্বর কুমারকে। ভারতীয় মিডিয়াম পেসার জানিয়েছেন, অধিনায়ক ঋষভ পন্থ তাঁকে খুবই সাহায্য করেছেন নিজের মতো বল করতে। দলে আবেশ খান, উমরান মালিকদের মতো পেসাররা রয়েছেন। ভুবি জানিয়ে দিয়েছেন, তাঁদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান। তরুণ পেসারদের সাহায্য করতে চান তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভুবনেশ্বর বলেছেন, ‘‘সিরিজ় সেরার পুরস্কার পেয়ে আমি সত্যি গর্বিত। আগের চেয়ে অনেক বেশি ফিট লাগছে।’’ যোগ করেন, ‘‘এ বিষয়ে বেশি কথা বলতে চাই না। শুধুমাত্র শারীরিক ও মানসিক ভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে চাই। এ ভাবেই দেশের জন্য ভাল ফল করে যেতে চাই।’’
ভুবনেশ্বর জানিয়েছেন, নতুন ও পুরনো বলে নিজেকে আগের চেয়েও বেশি মানিয়ে নিয়েছেন। বললেন, ‘‘শুরুতে দু’ওভার বল করি। শেষে দু’ওভার। সিনিয়র বোলার হিসেবে দলের তরুণ পেসারদের সাহায্য করা অন্যতম দায়িত্ব আমার। অধিনায়ক আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল নিজের মতো বল করে যাওয়ার। সেই দিক থেকে আমি খুবই ভাগ্যবান।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।