MS Dhoni

MS Dhoni: আইপিএল-এর নিলামে ভুটানের ক্রিকেটার, পেলেন ধোনির সই

আইপিএল-এর চুক্তি পেতে এখনও দেরি থাকলেও ইতিমধ্যেই মহেন্দ্র সিংহ ধোনির সই করা জার্সি পেয়ে গিয়েছেন মিকিয়ো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:১৯
Share:

ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল খেলবেন কি না তা সময় বলবে। —ফাইল চিত্র

এ বারের আইপিএল-এ ১২১৪ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন। এঁদের মধ্যে রয়েছেন মিকিয়ো দর্জি। ভুটানের প্রথম ক্রিকেটার যিনি আইপিএল নিলামে নাম নথিভুক্ত করেছেন। তবে ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল খেলবেন কি না তা সময় বলবে।

আইপিএল-এর চুক্তি পেতে এখনও দেরি থাকলেও ইতিমধ্যেই মহেন্দ্র সিংহ ধোনির সই করা জার্সি পেয়ে গিয়েছেন মিকিয়ো। ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। ধোনির থেকে পরামর্শ পেয়েছেন বলেও জানিয়েছেন মিকিয়ো। তিনি লেখেন, ‘সহজ থেকো। কাজের দিকে মন দাও, ফলাফলের দিকে নয়। পদ্ধতি ঠিক থাকলে সাফল্য আসবেই। আনন্দ করো, চাপ নিও না।’ যে দিন থেকে এই উপদেশ ধোনি আমাকে দিয়েছেন, সেটা আমার সঙ্গে রয়েছে।’

Advertisement

মিকিয়ো যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে ধোনির পাশে জার্সি হাতে দাঁড়িয়ে মিকিয়ো। জার্সিতে সই রয়েছে ধোনির। সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন মিকিয়ো। সেখানে দেখা যায় ধোনি তাঁকে উপদেশ দিচ্ছেন।

১২ এবং ১৩ ফেব্রুয়ারি আইপিএল-এর নিলাম। সেই দিনের অপেক্ষায় মিকিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement