Ashleigh Barty

Ashleigh Barty: খরা কাটালেন বার্টি, ৪৪ বছর পর কোনও অস্ট্রেলীয়র হাতে উঠল অস্ট্রেলিয়ান ওপেন

১৯৭৮ সালে ক্রিস ও’নিল শেষ বার কোনও অস্ট্রেলীয় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। ৪৪ বছর পর সেই খরা কাটিয়ে দিলেন অ্যাশলে বার্টি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৫:৪৫
Share:

জিতলেন বার্টি ছবি রয়টার্স

১৯৭৮ সালে ক্রিস ও’নিল শেষ বার কোনও অস্ট্রেলীয় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। ৪৪ বছর পর সেই খরা কাটিয়ে দিলেন অ্যাশলে বার্টি। ফাইনালে হারালেন আমেরিকার ড্যানিয়েলে কলিন্সকে। ফল বার্টির পক্ষে ৬-৩, ৭-৬ (৭-২)। গোটা প্রতিযোগিতায় একটিও সেট হারালেন না বার্টি।

Advertisement

প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন বার্টি। শনিবার রড লেভার অ্যারেনায় ফাইনালে প্রথম থেকেই বিপক্ষের উপরে চাপ বাড়াতে থাকেন। কলিন্স ভুল করতে বাধ্য হচ্ছিলেন। প্রথম সেটে অনায়াসেই পকেটে পুরে ফেলেন বার্টি।

কিন্তু কলিন্স মোটেই এত সহজে হার মানার বান্দা ছিলেন না। বার্টির চাপ সামলে দ্রুত একের পর এক উইনার মেরে নিমেষের মধ্যে ৫-১ গেমে এগিয়ে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর পালা শুরু হয় বার্টির। পরপর চারটি গেম জিতে খেলা ৫-৫ করে ফেলেন। দু’জনেই নিজেদের পরবর্তী সার্ভিস জেতায় সেটের ফল দাঁড়ায় ৬-৬। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আমেরিকার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি বার্টি। ৪-০ এগিয়ে যান। সেখান থেকে ৭-২ পয়েন্টে জিতে ম্যাচ এবং ট্রফি পকেটে পুরে ফেলেন।

Advertisement

এই নিয়ে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতবেন বার্টি। ২০১৯-এ প্রথম বার জিতেছিলেন ফরাসি ওপেন। এরপর গত বছর উইম্বলডন জেতেন। অবশেষে অস্ট্রেলিয়ার সমস্ত টেনিসপ্রেমীকে আনন্দ দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement