bengal cricket

Senior Women’s T20 League: সোমবার মাঠে নামবেন বাংলার মেয়েরা, টি-টোয়েন্টি লিগ খেলতে রাঁচিতে রুমেলিরা

বাংলার দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার। সে দিন সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবেন রিচারা। ২১ এপ্রিল তৃতীয় ম্যাচ অসমের বিরুদ্ধে। ২২ এপ্রিল বাংলা খেলবে হরিয়ানার বিরুদ্ধে। ২৪ এপ্রিল পঞ্জাবের বিরুদ্ধে পঞ্চম ম্যাচ। সব কটি ম্যাচ হবে রাঁচিতে। পঞ্জাব ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচ সকাল সাড়ে আটটায়। পঞ্জাবের বিরুদ্ধে খেলা বিকেল সাড়ে চারটে থেকে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ২০:৪৬
Share:

—ফাইল চিত্র

রাঁচিতে খেলতে নামবে বাংলার মহিলা ক্রিকেট দল। রুমেলি ধরের নেতৃত্বে ২০ জনের দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে। সোমবার প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলা। মুম্বইয়ের বিরুদ্ধে রাঁচিতে সকাল সাড়ে ৮টায় রয়েছে সেই ম্যাচ।

গত বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠে হেরে গিয়েছিল বাংলা। রেলওয়েজের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা। এই বছর রিচা ঘোষ, দীপ্তি শর্মাদের লক্ষ্য থাকবে ট্রফি জিতে ফেরা। শুক্রবার থেকে শুরু হয়েছে মহিলা টি-টোয়েন্টি লিগ। ৪ মে খেলা হবে ফাইনাল ম্যাচ।

Advertisement

বাংলার দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার। সে দিন সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবেন রিচারা। ২১ এপ্রিল তৃতীয় ম্যাচ অসমের বিরুদ্ধে। ২২ এপ্রিল বাংলা খেলবে হরিয়ানার বিরুদ্ধে। ২৪ এপ্রিল পঞ্জাবের বিরুদ্ধে পঞ্চম ম্যাচ। সব কটি ম্যাচ হবে রাঁচিতে। পঞ্জাব ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচ সকাল সাড়ে আটটায়। পঞ্জাবের বিরুদ্ধে খেলা বিকেল সাড়ে চারটে থেকে।

বাংলা মহিলা দলের কোচ ঋতুপর্ণা রায়। সহকারী কোচ চিরঞ্জিত সিংহ। বাংলা দলের অধিনায়ক রুমেলি ধর। সহ-অধিনায়ক মিতা পাল। ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলে আসা রিচা বাংলা দলের জন্য বড় ভূমিকা নিতে পারেন।

Advertisement

বাংলা মহিলা দল: রুমেলি ধর (অধিনায়ক), মিতা পাল (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), গৌহর সুলতানা, ধারা গুজ্জার, ঝুমিয়া খাতুন, প্রিয়ঙ্কা বালা, সাইকা ইশাকু, তিতাস সাধু, তিথি দাস, সংস্থিতা বিশ্বাস, সুকন্যা পারিদা, সুস্মিতা গঙ্গোপাধ্যায়, বৃষ্টি মাজি, পর্ণা পাল (উইকেটরক্ষক), প্রতিভা রানা, শ্রেয়সি আইচ, অঙ্কিতা চক্রবর্তী এবং স্নেহা গুপ্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement