Ranji Trophy

অন্ধ্র ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু বাংলার

শোনা যাচ্ছে বাংলার রঞ্জি ট্রফি দলের অধিনায়ক পরিবর্তন হতে পারে। শেষ বার ছিলেন মনোজ তিওয়ারি। তাঁর নেতৃত্বে ফাইনাল খেলেছিল বাংলা। কিন্তু মনোজের এখন বয়স ৩৭ বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ০৮:২৬
Share:

৫ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে বাংলা। —ফাইল চিত্র।

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে বাংলা। দ্বিতীয় ম্যাচ ১২ জানুয়ারি। প্রতিপক্ষ উত্তরপ্রদেশ।

Advertisement

বাংলা প্রথম দু’টি ম্যাচই বাইরে খেলছে। তৃতীয় ম্যাচ ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ইডেনে। শুরু ১৯ জানুয়ারি থেকে। বাংলা ঘরের মাঠে খেলবে তিনটি ম্যাচ, বাইরে চারটি। মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতায় খেলবে বাংলার। যা শুরু ২ ফেব্রুয়ারি থেকে।

শোনা যাচ্ছে বাংলার রঞ্জি ট্রফি দলের অধিনায়ক পরিবর্তন হতে পারে। শেষ বার ছিলেন মনোজ তিওয়ারি। তাঁর নেতৃত্বে ফাইনাল খেলেছিল বাংলা। কিন্তু মনোজের এখন বয়স ৩৭ বছর। ২৭ জুন প্রাথমিক দল গঠন নিয়ে বৈঠকে বসবেন কোচ ও নির্বাচকেরা।

Advertisement

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৬ নভেম্বর বাংলার খেলা। প্রথম ম্যাচ মহারাষ্ট্রের বিরুদ্ধে। খেলতে হবে রাজস্থান, পুদুচেরি, বিদর্ভ, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডের বিরুদ্ধে। সব ম্যাচই পঞ্জাবে। বিজয় হজারে ট্রফিতে ২৩ নভেম্বর প্রতিপক্ষ নাগাল্যান্ড। সব ম্যাচ বাংলাকে খেলতে হবে কেরলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement