অনূর্ধ্ব-১৯ বাংলার তিন সফল ক্রিকেটারের সঙ্গে কোচ সৌরাশিস লাহিড়ী। ছবি: সিএবি।
বিনু মাঁকড় ট্রফিতে দাপট বাংলার। ১১ বছর পর ফাইনালে উঠল বাংলার অনূর্ধ্ব-১৯ দল। রাজকোটে সেমিফাইনালে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ১৩১ রানে জিতল তারা।
২০১৩ সালে বাংলা শেষ বার বিনু মাঁকড় ট্রফির ফাইনালে উঠেছিল। এ বার কোচ সৌরাশিস লাহিড়ীর প্রশিক্ষণে আরও এক বার ফাইনালে বাংলা। শনিবার ফাইনালে বাংলার মুখোমুখি গুজরাত। তিনি বলেন, “এটা দলগত সাফল্য। প্রতিট খেলোয়াড় দলের প্রয়োজনে এগিয়ে এসেছে। এই জয় নিয়ে আমি খুশি। বিশাল (ভাটি) খুব ভাল খেলেছে। অঙ্কিত (চট্টোপাধ্যায়) আর আশুতোষও (কুমার) খুব ভাল। চাপের মুখে দল যে ভাবে খেলেছে তার প্রশংসা করতে হবে। সেমিফাইনালের চাপ সামলানোর কৃতিত্ব দিতেই হবে।”
ম্যাচের সেরা হয়েছেন বিশাল। ১১৭ বলে ১১১ রান করেন তিনি। সেই সঙ্গে বল হাতে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। ওপেনার অঙ্কিত ১০২ বলে ৯২ রানের ইনিংস খেলেন। অগ্নীশ্বর দাস করেন ৪২ রান। প্রথমে ব্যাট করে বাংলা তোলে ২৮৫ রান। জবাবে ছত্তীসগঢ় শেষ ১৫৪ রানে। বল হাতে আশুতোষ নেন ৪ উইকেট।