মুকেশ কুমার। —ফাইল চিত্র।
ইডেনে রঞ্জি ট্রফির গুরুত্বহীন ম্যাচে দাপট দেখাচ্ছে বাংলা। বাংলার মুকেশ কুমার এবং সূরজ সিন্ধু জয়সওয়াল চারটি করে উইকেট নেন। তাঁদের দাপটে বিহারের ইনিংস শেষ ৯৫ রানে। এটাই মনোজ তিওয়ারির কেরিয়ার শেষ ম্যাচ। সেই ম্যাচ জিতে শেষ করতে চাইছে বাংলা।
গ্রুপ বি-র সব থেকে দুর্বল দল বিহার। ঘরের মাঠে তাদের বিরুদ্ধে প্রায় পূর্ণ শক্তি নিয়ে খেলতে নামা বাংলা যে দাপট দেখাবে সেটা অনেকেই মনে করছিলেন। শুক্রবার সেটাই দেখা গেল ইডেনে। শুরু থেকেই উইকেট নিতে শুরু করেন মুকেশ এবং সূরজ। এই দুই পেসার মিলে ৮ উইকেট তুলে নেন। একটি উইকেট নেন মহম্মদ কাইফ। রান আউট হয় একটি। তিন অঙ্কের রানেও পৌঁছতে পারেনি বিহার।
ভারতীয় দলে ছিলেন মুকেশ। কিন্তু তৃতীয় টেস্টে প্রথম একাদশে তিনি নেই। সেই কারণে বাংলার হয়ে খেলতে চলে আসেন মুকেশ। তিনি দলে ফিরতে বাংলার পেস আক্রমণের শক্তি বৃদ্ধি পায়। তাঁর সঙ্গে সূরজও পাল্লা দিয়ে চাপ তৈরি করেন বিহারের উপর। ইডেনে বিহারের কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি।
বাংলা শুক্রবার যে দল নিয়ে নেমেছে, তাতে নেই সুদীপ ঘরামি। তাঁকে বাদ দিয়ে শাকির হাবিব গান্ধীকে দলে নেওয়া হয়েছে। তিনিই অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ওপেন করেন। তিন নম্বরে সুদীপের জায়গায় নামেন করণ লাল। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বাংলা ৮৩ রানে একটি উইকেট হারিয়েছে।