Shahbaz Ahmed

Shahbaz Ahmed: ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে চান বাংলার শাহবাজ

জিম্বাবোয়ে সফরে যাওয়ার আগে সিএবি-তে অভিষেক ডালমিয়ার সঙ্গে দেখা করে গেলেন শাহবাজ। জানালেন তাঁর লক্ষ্যের কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৯:৫২
Share:

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন শাহবাজ। —ফাইল চিত্র

ভারতীয় দলে ডাক পেয়েছেন বাংলার শাহবাজ আহমেদ। বাংলার অলরাউন্ডার ভারতীয় দলেও ভরসা হয়ে উঠতে চান।

Advertisement

চোটের কারণে জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তে শাহবাজকে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর ভারতীয় দলে ডাক পাওয়া প্রসঙ্গে শাহবাজ বললেন, “যারা ক্রিকেট খেলে, তাদের প্রত্যেকের স্বপ্ন থাকে ভারতীয় দলের জার্সি পরার। ভারতীয় দলে ডাক পাওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। বাংলার হয়ে যখনই খেলেছি, একশো শতাংশ দিয়েছি। বাংলা দল আমার প্রতি সেই বিশ্বাসটা দেখিয়েছে। ব্যাটে, বলে ভারতকেও ম্যাচ জেতাতে চাইব। ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে চাই আমি।”

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন শাহবাজ। এ বারের আইপিএলে ফ্যাফ ডুপ্লেসির দলকেও ভরসা দিয়েছেন তিনি। শাহবাজ বলেন, “আইপিএলে দারুণ অভিজ্ঞতা হয়েছে। অনেক অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি। সেরাদের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছি।” শাহবাজ জানিয়েছেন তাঁর পরিবারও খুশি এবং গর্বিত।

Advertisement

জিম্বাবোয়ে যাওয়ার আগে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে দেখা করে গেলেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement