Virat Kohli

রঞ্জি ম্যাচের পাঁচ দিন আগে অনুশীলন শুরু কোহলির, ভুল শুধরে দিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ

২০১২ সালের পর আবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন কোহলি। তার আগে অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা কাটানোর চেষ্টা করছেন। ভারতীয় দলের প্রাক্তন এক কোচের কাছে অনুশীলন শুরু করলেন মুম্বইয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২০:১৫
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন বিরাট কোহলি। আগামী ৩০ জানুয়ারি থেকে রেলওয়ের বিরুদ্ধে খেলার কথা তাঁর। ১২ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফেরার আগে অনুশীলন শুরু করলেন কোহলি। মুম্বইয়ে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচের কাছে অনুশীলন করছেন কোহলি।

Advertisement

অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা কাটিয়ে উঠতে পারছেন না কোহলি। পরের পর ম্যাচে তিনি আউট হয়েছেন চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের বলে খোঁচা দিয়ে। বার বার একই ভাবে আউট হওয়ায় কোহলির ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছে। রঞ্জি ট্রফির ম্যাচের পাঁচ দিন আগেই তাই অনুশীলনে নেমে পড়লেন কোহলি।

ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কাছে ব্যাটিং অনুশীলন করছেন কোহলি। তাঁর অনুশীলনের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা কাটানোর চেষ্টা করছেন কোহলি। তাঁকে নির্দিষ্ট জায়গায় বিভিন্ন উচ্চতায় সমানে বল দেওয়া হচ্ছে। খেলার চেষ্টা করছেন কোহলি। নেটের বাইরে থেকে নজর রাখছেন বাঙ্গার। কোথায় ভুল হচ্ছে বা কী ভাবে খেলা উচিত বলে দিচ্ছেন বাঙ্গার। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচের সঙ্গে কিছু ক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে কোহলিকে।

Advertisement

বেশ কিছু দিন ধরে চেনা ফর্মে নেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে শতরান করলেও বাকি কোনও ইনিংসেই রান পাননি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছেন ফর্মে না থাকা ক্রিকেটারদের। তাই রঞ্জি ট্রফির ম্যাচ খেলার আগে সমস্যা সমাধানের করার চেষ্টা করছেন কোহলি।

মুম্বইয়ের নেটে কোহলিকে অবশ্য ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে। অনুশীলনের পর ভক্তদের সই দিতে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য। ২০১২ সালে শেষ বার রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement