অর্শদীপ সিংহ। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন অর্শদীপ সিংহ। ২০২৪ সালে ২০ ওভারের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করেছেন বাঁহাতি জোরে বোলার। তাঁর সেই পারফরম্যান্সকেই স্বীকৃতি দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২৪ সালে ১৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অর্শদীপ। ১৩.৫০ গড়ে নিয়েছেন ৩৬টি উইকেট। গড়ে প্রতি ম্যাচে পেয়েছেন ২টি উইকেট। ২০ ওভারের ক্রিকেটে সাধারণত ব্যাটারেরাই দাপট দেখান। সেখানে অর্শদীপ ব্যাটারদের উপর দাপট দেখিয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেন তিনি। আটটি ম্যাচে নেন ১৭টি উইকেট। আমেরিকার বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন মাত্র ৯ রান খরচ করে। বিশেষ করে ইনিংসের শেষ দিকের ওভারগুলিতে অর্শদীপের হাতে বল তুলে দিয়ে নিশ্চিত থেকেছেন রোহিত শর্মা বা সূর্যকুমার যাদবেরা।
ভারতের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটে মাইলফলকের সামনে অর্শদীপ। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৯৭তম উইকেট নিয়ে ছাপিয়ে গিয়েছেন যুজবেন্দ্র চহলকে। অর্শদীপই এখন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।