রশিদ খান। —ফাইল চিত্র।
ভারতে আবার নিজেদের হোম সিরিজ় খেলবে আফগানিস্তান। আগে ধর্মশালায় নিজেদের হোম সিরিজ় খেলত তারা। এ বার ধর্মশালার বদলে তিনটি মাঠ রশিদ খানদের দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
টাইমস অফ ইন্ডিয়া-র একটি রিপোর্ট অনুযায়ী, গ্রেটার নয়ডা, ইনদওর ও কানপুরের মাঠে নিজেদের হোম সিরিজ় খেলতে পারবে আফগানিস্তান। প্রথম প্রাধান্য দেওয়া হবে নয়ডার শহিদ বিজয় সিংহ পথিক স্টেডিয়ামকে। যদি কোনও কারণে সেখানে খেলা সম্ভব না হয় তা হলে ইনদওর ও কানপুরের মধ্যে একটি স্টেডিয়ামে খেলবেন রশিদেরা।
মাঝে চার বছর ভারতের মাটিতে হোম সিরিজ় খেলা বন্ধ ছিল আফগানিস্তানের। সেই সময় দুবাইয়ে খেলত তারা। এ বার জুলাই মাসে আবার তাদের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা ও লাল বলের সিরিজ় খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু উত্তর ভারতে দাবদাহের কারণে তা বাতিল হয়।
সেপ্টেম্বর মাসে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে সিরিজ়ের আগে রশিদদের বিরুদ্ধে খেলবেন কেন উইলিয়ামসনেরা। টেস্টে এই প্রথম দু’দল মুখোমুখি হবে। নয়ডার মাঠে এটাই হবে প্রথম টেস্ট। এর আগে সেখানে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এক দিনের ও তিনটি টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান।
গত বছর এক দিনের বিশ্বকাপের অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি আফগানিস্তান। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে তারা। সাদা বলের ক্রিকেটে তারা কতটা উন্নতি করেছে তা দেখা যাচ্ছে। এ বার লাল বলের ক্রিকেটেও ভাল খেলতে চাইছেন রশিদেরা।