Ranji Trophy

Ranji Trophy: দুই পর্বে রঞ্জি ট্রফি আয়োজনের চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে রঞ্জি ট্রফি স্থগিত করে দিয়েছিল বোর্ড। তবে প্রতিযোগিতা পুরোপুরি বাতিল করার রাস্তায় হাঁটতে রাজি নয় তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ২১:৫৪
Share:

রঞ্জি ট্রফি কবে আয়োজন হবে প্রতীকী ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে রঞ্জি ট্রফি স্থগিত করে দিয়েছিল বোর্ড। প্রতিযোগিতা পুরোপুরি বাতিল করার রাস্তায় হাঁটতে রাজি নয় তারা। জানা গেল, দুই পর্বে এই প্রতিযোগিতা আয়োজনের ভাবনাচিন্তা করছে বোর্ড।

Advertisement

১৩ জানুয়ারি থেকে এ বারের রঞ্জি ট্রফি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার তৃতীয় প্রবাহ শুরু হওয়ার পর থেকে প্রতিযোগিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত তা স্থগিত করে দিতে বাধ্য হয় বোর্ড। তবে বাংলা-সহ বেশিরভাগ রাজ্য সংস্থাই এই প্রতিযোগিতা আয়োজন করার পক্ষে। কিন্তু ২৭ মার্চ থেকে আইপিএল শুরু হতে চলায় এক বারে এই প্রতিযোগিতা করা সম্ভব নয়।

এই নিয়ে বিভিন্ন রাজ্য সংস্থার সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে বসেছিল বোর্ড। বৈঠকের পরে কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেছেন, “প্রতিযোগিতা কী ভাবে করা যায় তার বিভিন্ন সম্ভাবনা আমরা খতিয়ে দেখছি। স্থগিত করার সময় সংক্রমণের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু এখন তা ক্রমশ কমছে। আগামী মাসে এই প্রতিযোগিতা শুরু করা যায় কিনা সেটা আমরা ভাবছি। হয়তো আইপিএল-এর পরে রঞ্জি ট্রফি শেষ করা হবে।”

Advertisement

বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহও। জানা গিয়েছে, ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এক মাস ধরে লিগের প্রথম পর্ব চলবে। এরপর জুন-জুলাইয়ে লিগের শেষ পর্ব আয়োজন করা হবে। ধুমল বলেছেন, “আমরা প্রতিযোগিতা আয়োজন করতে উদগ্রীব। তাই জন্যেই বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যাতায়াত, আবহাওয়া, মাঠ এবং পর্যাপ্ত ক্রিকেটার পাওয়া, অনেক কিছুই নির্ভর করছে।”

উল্লেখ্য, করোনা অতিমারির জন্য গত বছর প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বার রঞ্জি ট্রফি আয়োজন করা যায়নি। এখন সংক্রমণ কিছুটা কমায় এই প্রতিযোগিতা আয়োজনের চিন্তাভাবনা করছে বোর্ড। উল্লেখ্য, গত মরসুমের আইপিএল-ও করোনার জন্যে দুই পর্বে আয়োজন করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement