ঋদ্ধিমান সাহাকে এক সাংবাদিক হুমকি দেওয়ার পর সতর্ক হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে যাতে এই ধরনের বিতর্ক না হয়, তার জন্য সংবাদমাধ্যমের কাজকর্মের ক্ষেত্রে গাইডলাইন প্রকাশ করল বিসিসিআই।
ঋদ্ধিমান সাহা। ফাইল চিত্র
ঋদ্ধিমান সাহাকে এক সাংবাদিক হুমকি দেওয়ার পর সতর্ক হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে যাতে এই ধরনের বিতর্ক না হয়, তার জন্য সংবাদমাধ্যমের কাজকর্মের ক্ষেত্রে গাইডলাইন প্রকাশ করল বিসিসিআই।
বোর্ডের প্রকাশিত গাইডলাইনে ছ’টি বিষয় বলা হয়েছে।
এক, যে সব ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তাঁদের সঙ্গে আলাদা করে কোনও কথা বলা যাবে না।
দুই, কোনও ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করতে হলে পুরোটাই বোর্ডের মিডিয়া ম্যানেজারের মাধ্যমে করতে হবে।
তিন, ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্ষেত্রেও সাংবাদিকদের এই নিয়ম মেনে চলতে হবে।
চার, ক্রিকেটাররা যখনই কোনও সাংবাদিক বৈঠক করবেন, কিংবা অন্য কোনও জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, সেখানে বোর্ডের মিডিয়া ম্যানেজারকে থাকতে হবে। বিসিসিআই অনুমতি দিলে তবেই তা করা যাবে।
পাঁচ, যদি কোনও ক্রিকেটার বোর্ডের অনুমতি ছাড়া সাংবাদিকের সঙ্গে কথা বলেন, তা হলে তাঁর জরিমানা বা নির্বাসনের শাস্তি হবে।
ছয়, যদিও কোনও সাংবাদিক বোর্ডের অনুমতি ছাড়া কোনও চুক্তিবদ্ধ ক্রিকেটারের সঙ্গে কথা বলেন, তা হলে তাঁকে ন্যূনতম এক বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। অর্থাৎ সেই সময়ে তিনি কোনও ক্রিকেট ম্যাচ কভার করতে পারবেন না।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ার পর ঋদ্ধিমান বিস্ফোরক মন্তব্য করেন। এর পর এক সাংবাদিক তাঁর সাক্ষাৎকার নিতে যান। প্রত্যাখ্যাত হয়ে তিনি ঋদ্ধিকে হুমকি দেন। নিজের টুইটারে সেই সাংবাদিকের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন এই উইকেটরক্ষক। তুমুল বিতর্ক শুরু হয়। ঋদ্ধিকে সেই সাংবাদিকের নাম প্রকাশের জন্য অনুরোধ করে বোর্ড। ঋদ্ধি এখনও তাতে রাজি হননি। প্রাক্তন ক্রিকেটাররাও ঋদ্ধিকে বলেন, সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনতে।
এই বিতর্কের পরিপ্রেক্ষিতেই সংবাদমাধ্যমের জন্য গাইডলাইন তৈরি করেছে বোর্ড।